RG Kar: চোখ এড়াবে না সূক্ষাতিসূক্ষ প্রমাণ, আরজি করে Laser Scanner নিয়ে গেল সিবিআই

CBI at RG Kar: এদিন হাসপাতালে উপস্থিত হন সিবিআই-এর ৬ অফিসার। সঙ্গে রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি টিম। আধিকারিকরা এদিন সোজা চলে যান সেমিনার রুমে।

RG Kar: চোখ এড়াবে না সূক্ষাতিসূক্ষ প্রমাণ, আরজি করে Laser Scanner নিয়ে গেল সিবিআই
করা হবে থ্রিডি ম্যাপিংImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2024 | 4:47 PM

কলকাতা: আরজি কর হাসপাতালে গত সপ্তাহে বৃহস্পতিবার রাতে যে ঘটনা ঘটে, তার তদন্তে তৎপর সিবিআই। বৃহস্পতিবারের পর শুক্রবার দুপুরেও আরজি কর হাসপাতালে পৌঁছে গেল সিবিআই। এবার তাদের হাতে আধুনিক প্রযুক্তির মেশিন। কোনও প্রমাণ যাতে চোখ না এড়ায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। সেমিনার রুমে তাই নিয়ে যাওয়া হল লেজার স্ক্যানার। অতীতে একাদিক অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে এই মেশিন ব্যবহার করতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, লেজার স্ক্যানার ব্যবহার করে থ্রিডি স্ক্যানিং করা যায়। অর্থাৎ তৈরি করা যায় থ্রিডি ম্য়াপিং। কোনও ঘটনাস্থলের ৩৬০ ডিগ্রির ছবি ধরা পড়ে এই মেশিনে। যে প্রমাণ সাধারণত চোখ এড়িয়ে যায়, সে সবও এই মেশিনে ধরা পড়ে।

এর আগে বগটুই-কাণ্ডের তদন্তেও ব্যবহার করা হয়েছিল এই মেশিন। বড় অপরাধের ঘটনায় ব্যবহার করা হয় এটি। এদিন হাসপাতালে উপস্থিত হন সিবিআই-এর ৬ অফিসার। সঙ্গে রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি টিম। আধিকারিকরা এদিন সোজা চলে যান সেমিনার রুমে।

এদিকে, হাজিরা না দেওয়ায় শুক্রবারই মাঝপথ থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলে নিয়ে যায় সিবিআই। সন্দীপ ঘোষ এদিনই হাইকোর্টে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে বিক্ষোভ চলছে। তাই সিবিআইয়ের সমন পেয়েও হাজিরা দিতে পারেননি। প্রাথমিকভাবে খবর, এরপরই সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। সল্টলেকের একটি জায়গা থেকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়।