Awas yojana: আবাসের তদন্তে আজ ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল
Awas yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি হয়েছে। এই অভিযোগ তুলে গত ১৫ নভেম্বর রাজ্যের পঞ্চায়েত দফতরের সচিবকে চিঠি পাঠিয়েছিল কেন্দ্র। অভিযোগ, নদিয়া, কালিম্পং ও দক্ষিণ ২৪ পরগনা সহ বাংলার তিন জেলায় অ্যাকশন টেকেন রিপোর্টে অসঙ্গতির কথা উল্লেখ রয়েছে চিঠিতে। উত্তরও দিয়েছে রাজ্য।
কলকাতা: দুর্নীতি এবং বঞ্চনা ইস্যুতে তপ্ত রাজ্য-রাজনীতি। এই বিতর্কের মধ্যে বুধবার ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। চারদিন ধরে বঙ্গেই থাকবেন তাঁরা। একশো দিনের কাজ, আবাস যোজনা নিয়ে অভিযোগ খতিয়ে দেখবে সেই দল। ১৫ ডিসেম্বরের মধ্যে মন্ত্রককে জমা দেওয়া হবে রিপোর্ট।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি হয়েছে। এই অভিযোগ তুলে গত ১৫ নভেম্বর রাজ্যের পঞ্চায়েত দফতরের সচিবকে চিঠি পাঠিয়েছিল কেন্দ্র। অভিযোগ, নদিয়া, কালিম্পং ও দক্ষিণ ২৪ পরগনা সহ বাংলার তিন জেলায় অ্যাকশন টেকেন রিপোর্টে অসঙ্গতির কথা উল্লেখ রয়েছে চিঠিতে। উত্তরও দিয়েছে রাজ্য। তারপরও কেন প্রতিনিধি দল আসছে তা নিয়ে বিস্মিত রাজ্য। তবে লোকসভা ভোটের আগে তৃণমূল যখন কেন্দ্রের বিরুদ্ধে প্রাপ্য টাকা নিয়ে বঞ্চনার অভিযোগ আনছে, পাল্টা বিজেপি আবাস দুর্নীতিকে ইস্যু নিয়ে সরব হয়েছে।
‘ন্যাশনাল লেভেল মনিটরিং ডিভিশন-কে (এনএলএম) চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। এখানকারই সদস্যরা আজ আসবেন। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি সহ বিভিন্ন জেলাতে তারা যাবেন। চার দিন ধরে পর্যবেক্ষণ। তাঁরা যাবেন পঞ্চায়েত দফতরে। সেখানে গিয়েও তাঁরা কথাবার্তা বলবেন। শুধু তাই নয়, অভিযোগের বিষয়ে খতিয়ে দেখতে মানুষের সঙ্গেও কথা বলবেন। এই বিষয়ে
প্রসঙ্গত, এই প্রথম নয়, চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি অভিযোগ শুনে তা খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। দলে ছিলেন কেন্দ্রীয় গ্রমোন্নয়ন দফতরের পদস্থ কর্তারা। মূলত পূর্ব মেদিনীপুর ও মালদহে পৌঁছে প্রকল্পের কাজ খতিয়ে দেখেন তাঁরা।