Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Bengal: চারদিনের মধ্যে পঞ্চায়েত কমিটিতে বদল, বাদ পড়লেন কারা?

BJP Bengal: পঞ্চায়েত নির্বাচনের জন্য দেবশ্রী চৌধুরীকে মাথায় রেখে কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটিতে রদবদল হয় কয়েকদিনের মধ্যে।

BJP Bengal: চারদিনের মধ্যে পঞ্চায়েত কমিটিতে বদল, বাদ পড়লেন কারা?
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2022 | 9:43 PM

অঞ্জন রায়, কলকাতা : বির্তক যেন কোনও ভাবেই থামছে না বিজেপিতে। গত মাসে নতুন পঞ্চায়েত কমিটি তৈরি করা হয়েছিল বঙ্গ বিজেপিকে। ২৪ জুন সেই তালিকা প্রকাশ করা হয়। এরপর কয়েকদিন পরই সেই কমিটি বদলে ফেলা হয়। চারজনকে বাদ দিয়ে দেওয়া হয় কমিটি থেকে। ২৮ জুন নতুন করে আবার কমিটি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, বাদ দেওয়া কমিটির চারজনকে। সেই জায়গায় নতুন চারজনকে নেওয়া হয়েছে। কেন এই পরিবর্তন, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা।

পুরনো তালিকা থেকে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা হলেন, অমরনাথ শাখা, তুষার মুখোপাধ্যায়, প্রবাল রাহা ও অনল বিশ্বাস। আর নতুন করে যাঁদের নাম তালিকায় যুক্ত হয়েছে, তাঁরা হলেন বিদ্যাসাগর চক্রবর্তী, সুক্রা মুণ্ডা মালতী রাভা রায়, ফাল্গুনী পাত্র ও লক্ষণ ঘোরুই। কোন ভিত্তিতে চারদিনের মধ্যে তালিকা বদল করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্রের খবর, পঞ্চায়েত ভোট হতে পারে ২০২৩-এ। তার এক বছর আগেই তৈরি করা হয়েছে কমিটি। পঞ্চায়েত নির্বাচনে কোন ঝুঁকি নিতে নারাজ বিজেপি। তাই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। মূলত জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রক্ষা করবে এই কমিটি। প্রার্থীতালিকা তৈরি থেকে প্রচার কৌশল তৈরি, সব দায়িত্বেই থাকবে দেবশ্রী চৌধুরীর নেতৃত্বাধীন এই কমিটি।

রাজ্য বিজেপিতে দ্বন্দ্ব নতুন নয়। নতুন- পুরনো দ্বন্দ্ব আগেও একাধিকবার প্রকাশ্যে এসেছে। এবার সেই দ্বন্দ্বেরই প্রভাবে এমন সিদ্ধান্ত কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমানে যাঁরা বঙ্গ বিজেপির শীর্ষস্তরে রয়েছেন, তাঁদের ঘনিষ্ঠ নয় বলেই বেশ কয়েকজনকে ছেঁটে ফেলা হয়ে থাকতে পারে।