Corona Update: নেপথ্যে চতুর্থ ঢেউ, ফের আড়াই হাজারের উপরে বাংলার দৈনিক আক্রান্ত! বাড়ছে উদ্বেগ
Corona Update: গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাডার ৪০৬ জনের। দিনের পজেটিভিটি রেট দাঁড়িয়েছে ১৮.৪৬ শতাংশ।
কলকাতা: আশঙ্কা ছিলই। ইতিমধ্যেই করোনার চতুর্থ ঢেউয়ের (Fourth Wave of Coronavirus) কারণেই যে রাজ্যে করোনার বাড়বাড়ন্ত তা খাতায় কলমে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর(Health Department)। এদিকে মঙ্গলবার রাজ্য়ের স্বাস্থ্য দফতরের তরফে জারি করা করোনা বুলেটিনে দেখা যাচ্ছে গোটা রাজ্য়ে গত ২৪ ঘণ্টায় করোনা কবলে(Coronavirus infected) পড়েছেন ২ হাজার ৬৫৯ জন। মারা গিয়েছেন ৫ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাডার ৪০৬ জনের। দিনের পজেটিভিটি রেট দাঁড়িয়েছে ১৮.৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৮৩ জন।
কোন জেলায় কত আক্রান্ত, এক নজরে
উত্তর ২৪ পরগনা – মঙ্গলবার আক্রান্ত ৫৭৯। সোমবার আক্রান্ত ৫৪৮।
কলকাতা – মঙ্গলবার আক্রান্ত ৭৪৩। সোমবার আক্রান্ত ৪৯৮।
হুগলি – মঙ্গলবার আক্রান্ত ১২৩। সোমবার আক্রান্ত ১০৬ ।
পশ্চিম বর্ধমান – মঙ্গলবার আক্রান্ত ১১৫। সোমবার আক্রান্ত ৯২।
দক্ষিণ ২৪ পরগনা – মঙ্গলবার আক্রান্ত ১৬৮। সোমবার আক্রান্ত ১৭২ ।
নদিয়া – মঙ্গলবার আক্রান্ত ৫৫। সোমবার আক্রান্ত ৬৬ ।
হাওড়া – মঙ্গলবার আক্রান্ত ১০১। সোমবার আক্রান্ত ৬১।
পূর্ব বর্ধমান- মঙ্গলবার আক্রান্ত ১২৯। সোমবার আক্রান্ত ৪৪ ।
পশ্চিম মেদিনীপুর- মঙ্গলবার আক্রান্ত ৮৪। সোমবার আক্রান্ত ৫৮।
দার্জিলিং- মঙ্গলবার আক্রান্ত ৮০। সোমবার আক্রান্ত ৬৭।
বীরভূম- মঙ্গলবার আক্রান্ত ১০৭। সোমবার আক্রান্ত ৪৭।
জলপাইগুড়ি – মঙ্গলবার আক্রান্ত ৮১। সোমবার আক্রান্ত ১৭।
পুরুলিয়া – মঙ্গলবার আক্রান্ত ৩৪। সোমবার আক্রান্ত ২৩।
মালদহ – মঙ্গলবার আক্রান্ত ৯৯। সোমবার আক্রান্ত ২৩।
আলিপুরদুয়ার – মঙ্গলবার আক্রান্ত ১৫। সোমবার আক্রান্ত ১৪ ।
বাঁকুড়া – মঙ্গলবার আক্রান্ত ৩২। সোমবার আক্রান্ত ১৮।
দক্ষিণ দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ১৬। সোমবার আক্রান্ত ১৩।
মুর্শিদাবাদ – মঙ্গলবার আক্রান্ত ৫। সোমবার আক্রান্ত ৯।
পূর্ব মেদিনীপুর – মঙ্গলবার আক্রান্ত ২৩। সোমবার আক্রান্ত ২৪।
কোচবিহার – মঙ্গলবার আক্রান্ত ৩৩। সোমবার আক্রান্ত ১০।
উত্তর দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ৩২। সোমবার আক্রান্ত ০ ।
ঝাড়গ্রাম – মঙ্গলবার আক্রান্ত ৫। সোমবার আক্রান্ত ৩।
কালিম্পং – মঙ্গলবার আক্রান্ত ০। সোমবার আক্রান্ত ২।