CM Mamata Banerjee: কর্নাটকের মানুষকে জয়ের শুভেচ্ছা জানালেন মমতা, মুখে নিলেন না কংগ্রেসের নাম

CM Mamata Banerjee: তবে সামনেই চব্বিশের লোকসভা নির্বাচন, তার আগে কর্নাটকের এই ফল বিজেপির অস্বস্তি অনেকটাই বাড়াবে বলে মনে করা হচ্ছে।

CM Mamata Banerjee: কর্নাটকের মানুষকে জয়ের শুভেচ্ছা জানালেন মমতা, মুখে নিলেন না কংগ্রেসের নাম
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 6:21 PM

কলকাতা: কর্নাটকবাসীকে জয়ের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইটে লিখলেন, “পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য কর্নাটকের (Karnataka Election Results) মানুষকে কুর্নিশ। নিষ্ঠুর, একচ্ছত্র ক্ষমতায় বিশ্বাসী রাজনীতির পরাজয় ঘটেছে। মানুষ যখন বহুত্ব ও গণতান্ত্রিক শক্তিকে জয়ী করতে চায়, তখন আধিপত্য বিস্তারের কোনও কেন্দ্রীয় নকশা তাদের স্বতঃস্ফূর্ততাকে দমন করতে পারে না: এটাই গল্পের নৈতিকতা, আগামীকালের জন্য শিক্ষা।” এত কথা লিখলেন, কিন্তু, কোথাও লিখলেন না কংগ্রেসের নাম। কংগ্রেসের (Congress) নাম করে কোথাও জানালেন না শুভেচ্ছা বার্তা। প্রসঙ্গত, ১৯৯৯ সালের পর থেকে কর্নাটকে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতা দখল করতে পারেনি কোনও রাজনৈতিক দল। একাধিকবার বিজেপি ও কংগ্রেস সর্ববৃহৎ দল হিসাবে উঠে আসলেও একক সংখ্যাগরিষ্ঠতায় কেউই ক্ষমতা দখল করতে পারেনি। এবারেই সেই ট্রেন্ডে বদল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। 

যখন এই খবর লেখা হচ্ছে তখনও কর্নাটকে ২২৪টি আসনের মধ্যে ১৩৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ৬৫টির বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। জেডিএস এগিয়ে ২০টির বেশি আসনে। যদিও বুথ ফেরত সমীক্ষার ভবিষ্যতবাণীর হাত ধরে অনেকেই কংগ্রেসের জয়ের আসা করলেও সরকার করতে কিংমেকার হতে পারত জেডিএস। মনে করা হচ্ছিল এমনটাই। কিন্তু, শনিবারের সকালে ফল প্রকাশের পর ধীরে ধীরে বদলে যায় চিত্রটা। হাত শিবিরের ঝড়ে ধরাশায়ী হয় বিজেপি। যদিও কংগ্রেসের বড় জয়েও শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে একবার মমতার মুখে কংগ্রেসের নাম না আসায় তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন মমতা? 

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, “ আমি যা বলার টুইটারে বলেছি। আমি মনে করি ঔদ্ধত্য, অহংকার, খারাপ ব্যবহার, এজেন্সী পলেটিক্সের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। নো ভোট টু বিজেপি হয়েছে। আমি সমস্ত ভোটার ও জয়ী প্রার্থীদের জয়ের জন্য স্যালুট জানাই। কুমারস্বামীজিও ভাল ফল করেছেন। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ভোট আসছে। আমি মনে করি দুটো রাজ্যেই বিজেপি হারবে।” প্রসঙ্গত, দিল্লি হোক বা বাংলা, সাম্প্রতিক সময়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কটা বিশেষ ভাল যাচ্ছে না। এমনকী আসন্ন লোকসভা নির্বাচনেও কংগ্রেস ছাড়াই বিরোধী জোট তৈরি নিয়েও জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে রাজ্যের একাধিক দুর্নীতির ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়ে চলেছে বাংলার কংগ্রেস নেতারা। তোপ দাগছেন অধীররা। 

তবে সামনেই চব্বিশের লোকসভা নির্বাচন, তার আগে কর্নাটকের এই ফল বিজেপির অস্বস্তি অনেকটাই বাড়াবে বলে মনে করা হচ্ছে। মমতার দাবি, আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশ ও গুজরাট ছাড়া কোথাওই ভাল ভোট পাবে না বিজেপি। কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, সর্বত্রই ধাক্কা খেতে হবে বিজেপিকে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি বিহার, বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি, মুম্বই, পঞ্জাবে ভাল ফল করতে পারবে না বিজেপি।