Mamata Banerjee: ‘চ্যানেল করে ইনজেকশন দিতে হয়েছে’, ঠিক কী হয়েছে পায়ে, জানালেন মমতা

Mamata Banerjee: মমতা বলেন, "আপনারা ভাবতেও পারবেন না কী হয়েছিল। সেখান থেকে স্বাভাবিক হওয়ার জন্য ১৫টা দিন লড়াই করতে হয়েছে। জীবনমৃত্যুর সঙ্গে লড়াই করে এই জায়গায় দাঁড়িয়ে আছি।" তবে খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদী। পায়ে খুবই যন্ত্রণা ছিল মুখ্যমন্ত্রীর। এখন কিছুটা নিয়ন্ত্রণে।

Mamata Banerjee: 'চ্যানেল করে ইনজেকশন দিতে হয়েছে', ঠিক কী হয়েছে পায়ে, জানালেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অস্ত্রোপচারের পর সংক্রমণ। ফাইল ছবি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 5:48 PM

কলকাতা: এই প্রথমবার বাড়ি থেকে পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বসেই মণ্ডপে প্রতিমার চক্ষুদান করেছেন তিনি। পায়ে ইনফেকশন হয়ে গিয়েছিল মারাত্মক, শনিবার নিজেই জানিয়েছেন সে কথা। আরও কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। এদিন তৃণমূলের মুখপত্রের শারদসংখ্যার উদ্বোধন ছিল নজরুল মঞ্চে। কালীঘাটের বাসভবন থেকেই মমতা তাঁর উদ্বোধন করেন। বলেন, তিনি সশরীরেই যেতেন। তবে পায়ের জন্য তা সম্ভব হল না। খুব সাংঘাতিক ইনফেকশন হয়ে গিয়েছিল তাঁর পায়ে। আর তা অস্ত্রোপচারের পর।

মমতা বলেন, “আপনারা ভাবতেও পারবেন না কী হয়েছিল। সেখান থেকে স্বাভাবিক হওয়ার জন্য ১৫টা দিন লড়াই করতে হয়েছে। জীবনমৃত্যুর সঙ্গে লড়াই করে এই জায়গায় দাঁড়িয়ে আছি।” তবে খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদী।

পায়ে খুবই যন্ত্রণা ছিল মুখ্যমন্ত্রীর। এখন কিছুটা নিয়ন্ত্রণে। আর কয়েকদিনের মধ্যে তা কমে যাবে, বলেন এদিন। মমতা বলেন, “এটা হেলিকপ্টারে পড়ে হয়েছিল। দ্বিতীয় চোট বার্সেলোনায় লাগে। সেই অবস্থায় ফিরে না এসে আন্তর্জাতিক সব অনুষ্ঠান সেরে ফিরি। তারপর হাসপাতালে যাই, অস্ত্রোপচার হয়। তারপর প্রচণ্ড ইনফেকশন হয়ে যায়। সেটা সামলাতে স্যালাইনের মতো চ্যানেল করে ইনজজেকশন দিতে হয়। আমি মানসিকভাবে সুস্থ, আমি শারীরিকভাবেও সুস্থ। শুধু পায়ে একটু সমস্যা আছে। আশা করি কয়েকদিনের মধ্যে সেরে যাবে।