Israel Hamas War: প্যালেস্তাইনের ‘মুক্তি’র দাবিতে কলকাতায় মিছিল সিদ্দিকুলাহদের
Israel Hamas War: গাজা-ইজরায়েলের দ্বৈরথ দীর্ঘদিনের। গত শনিবারের ঘটনা। গাজার হামাস বাহিনীর হামলায় ১৩০০ ইজরায়েলবাসীর প্রাণ যায়। গাজা স্ট্রিপে এরপর পাল্টা হামলা চালায় ইজরায়েল। কমপক্ষে ১৯০০ গাজাবাসী মারা যান। গাজা স্ট্রিপ খালি করার হুঁশিয়ারিও দিয়েছে ইজরায়েল।
কলকাতা: ইজরায়েল-হামাসের যুদ্ধের প্রতিবাদে কলকাতায় মিছিল করল জামিয়াত-ই-উলেমা (পশ্চিমবঙ্গ)। প্যালেস্তাইনের মানুষের সমর্থনে শনিবার তারা এই মিছিল করে। সেই মিছিল থেকে স্লোগান ওঠে, ‘প্যালেস্তাইন মুক্তি’র। সেই মিছিলে ছিলেন জামিয়াত-ই-উলেমা (পশ্চিমবঙ্গ) সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী।
সিদ্দিকুল্লাহ বলেন, ‘ইজরায়েল আরব লিগে অন্যায়ভাবে দখলদারি করেছে। একইসঙ্গে অত্যাচার করছে। আরবের মানুষের জায়গায় ক্ষমতা দেখাতে চাইছে। যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। আলাপ আলোচনায় তার সমাধান সম্ভব। আমরা গাজার পাশে আছি, আমরা প্যালেস্তাইনের পাশে আছি। তাদের যা কিছু প্রয়োজন, রক্ত দরকার হলে রক্ত, অন্য কিছু দরকার হলে তাও দিতে রাজি। আমরা ওদের সবকিছু দেব।’
#WATCH | Kolkata, West Bengal | Maulana Siddiqullah Chowdhury, president of West Bengal Jamiat-e-Ulama says, “…War will not resolve issues, dialogues will. We stand with Gaza, we stand with Palestine. Whatever is needed by them – blood or material – we will give them… https://t.co/eOlJOlY8R6 pic.twitter.com/elw9jJQNwT
— ANI (@ANI) October 14, 2023
গাজা-ইজরায়েলের দ্বৈরথ দীর্ঘদিনের। গত শনিবারের ঘটনা। গাজার হামাস বাহিনীর হামলায় ১৩০০ ইজরায়েলবাসীর প্রাণ যায়। গাজা স্ট্রিপে এরপর পাল্টা হামলা চালায় ইজরায়েল। কমপক্ষে ১৯০০ গাজাবাসী মারা যান। গাজা স্ট্রিপ খালি করার হুঁশিয়ারিও দিয়েছে ইজরায়েল। জামিয়াতের শাখা প্রধান মৌলানা মেহমুদ মাদানি শনিবারই ইজরায়েল-প্যালেস্তাইনের পরিস্থিতি নিয়ে সরব হন। তিনি বলেন, “জামিয়াত প্যালেস্তাইনের মানুষের পাশে দাঁড়াবে। তাঁরা নিজভূমে পরবাসীর মতো থাকেন।”