Medical College Kolkata: আচমকা অস্থায়ী কর্মীর মৃত্য়ুতে তুলকালাম কলকাতা মেডিকেলে
Medical: রবিবার বিকেলে কলকাতা মেডিকেল কলেজের স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের চুক্তি ভিত্তিক কর্মী অমর মল্লিক হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।
কলকাতা: কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। রবিবার আবাসনেই অসুস্থ হয়ে পড়েন স্কুল অব ট্রপিক্যালের অস্থায়ী চুক্তিভিত্তিককর্মী অমর মল্লিক। হাসপাতালে পাঁচ নম্বর গেট বন্ধ থাকায় এমার্জেন্সিতে নিয়ে যেতে দেরী হয়। তার প্রতিবাদে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে অস্থায়ী কর্মীদের বচসা বাধে।
রবিবার বিকেলে কলকাতা মেডিকেল কলেজের স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের চুক্তি ভিত্তিক কর্মী অমর মল্লিক হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পাঁচ নম্বর গেটের উল্টো দিকে এই চুক্তি ভিত্তিক কর্মীদের আবাসন রয়েছে। সেখান থেকে পাঁচ নম্বর গেট হয়ে এমার্জেন্সিতে ঢোকার রাস্তা একেবারেই সামান্য।
চুক্তিভিত্তিক কর্মীদের বক্তব্য, পাঁচ নম্বর গেট বন্ধ ছিল এদিন। সে কারণে তাঁদের ঘুরে এক নম্বর গেট হয়ে এমার্জেন্সিতে ঢুকতে হয়। সেই সময়ের মধ্যেই অমর মল্লিকের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। যথা সময়ে এমার্জেন্সিতে না পৌঁছতে পারার কারণেই এই মৃত্যু বলে দাবি উঠেছে।
এই ঘটনা ঘিরে হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত কর্মীদের সঙ্গে বচসা বাধে অস্থায়ী কর্মীদের বলে অভিযোগ। সিকিউরিটি ইনচার্জ যাঁরা ছিলেন, তাঁদের উপর চুক্তিভিত্তিক কর্মীদের কেউ কেউ চড়াও হন বলেও অভিযোগ ওঠে। গেটের সামনে ভাঙচুর হয় বলে অভিযোগ। তুলকালাম বাধে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে।
এ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য, শুধুমাত্র এদিনই পাঁচ নম্বর গেট বন্ধ ছিল বা বন্ধ করে রাখা হয়েছিল, এরকম একেবারেই নয়। রবিবার দিন এমনিতেই পাঁচ নম্বর গেট বন্ধ থাকে। পাল্টা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বক্তব্য, এই গেটটি ডেপুটি সুপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তাই সেটি বন্ধ ছিল। এই নিয়ে তুমুল বাকবিতণ্ডার জেরে এদিন মেডিকেল কলেজ চত্বরে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। চুক্তিভিত্তিক কর্মীরা জানিয়েছেন, সোমবার বিক্ষোভ দেখাবেন। প্রয়োজন পড়লে তাঁরা কর্মবিরতির পথে হাঁটারও হুমকি দিয়েছেন।
এর আগে গত অক্টোবরে শিরোনামে উঠে এসেছিল ইডেন হাসপাতাল রোডে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঁচ নম্বর গেট চত্বর। পাঁচ নম্বর গেটের সামনে যে রাস্তা তার ধারেই রয়েছে হাসপাতালের অস্থায়ী কর্মী ও গ্রুপ ডি স্টাফদের কোয়ার্টার। অভিযোগ উঠেছিল, এখানে দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। মহিলারা ইভটিজিংয়ের শিকার হন বলেও সে সময় অভিযোগ উঠেছিল। সেদিন বোমাবাজি, এমনকী গুলি চালানোরও অভিযোগ ওঠে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছিল। রবিবার ফের শিরোনামে উঠে এল এই গেট চত্বর।
আরও পড়ুন: শীঘ্রই প্রাথমিক স্কুল খোলার ইঙ্গিত, স্কুলের পরিকাঠামো উন্নতিতে অর্থ বরাদ্দ করল শিক্ষা দফতর
আরও পড়ুন: আসানসোলের ‘উন্নতিতে’ সামিল হতে তৃণমূলের পতাকা ধরলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক!
আরও পড়ুন: কুলতলিতে রয়্যাল বেঙ্গল রহস্য! ধরি ধরি করেও বাগে আসছে না বাঘ! আচমকা হামলায় জখম ১