Mamata-Abhishek: সাগরদিঘির ফলই কি মাথাব্যথার কারণ? মালদায় জোড়া সফরে মমতা-অভিষেক

Mamata Banerjee: মুর্শিদাবাদের সাগর দিঘি উপনির্বাচনে বাম কংগ্রেস জোট জয় লাভ করায় মালদার ঘরোয়া রাজনীতিতে তার প্রভাব পড়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। উজ্জীবিত বাম কংগ্রেস শিবির । রায়গঞ্জের পুরনো জমি ফিরে পেতে ময়দানে সক্রিয় অধীর রঞ্জন চৌধুরী ।

Mamata-Abhishek: সাগরদিঘির ফলই কি মাথাব্যথার কারণ? মালদায় জোড়া সফরে মমতা-অভিষেক
আজ মালদা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 8:36 AM

কলকাতা: পঞ্চায়েত ভোটে জমি শক্ত করতে মরিয়া শাসকদল। দুর্নীতি ইস্যুতে বিরোধীরা একদিকে যখন ক্রমাগত ‘অল-আউট’ অ্যাটাকে নেমেছে, ঠিক তখনই মাঠে নেমে জন-সংযোগে ব্যস্ত ঘাসফুল শিবির। বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া সফর মালদায়। আর তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। শাসক দলের সুপ্রিমো আর সেকেন্ড ইন কমান্ড একসঙ্গে একই জেলায়! সাম্প্রতিক অতীতে এমন উদাহরণ নেই বলেই মত ওয়াকি বহাল মহলের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ট্রেনে চড়ে দু’দিনের মালদা জেলা সফরে আসছেন। তিন তারিখ তিনি মালদা এসে পৌঁছাবেন। চার তারিখ তাঁর পরিষেবা প্রদান অনুষ্ঠান। পাঁচ তারিখ তিনি ফিরে যাবেন কলকাতায়। এ দিকে ওই দুদিন মালদাতেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে ‘নব জোয়ার কর্মসূচি’ নিয়ে তিন তারিখ দিন ভর মালদায় কর্মসূচি রয়েছে অভিষেকের। রাত্রিবাস করবেন চাঁচলে। পরের দিন মালদার অন্য প্রান্তে ঠাসা কর্মসূচি করে রাত্রিবাস করবেন ইংরেজ বাজারে যা মালদা টাউনের অদূরেই। যেখানে থাকবেন মুখ্যমন্ত্রী। এখানেই উঠছে জল্পনা। মুখ্যমন্ত্রী কি চার তারিখ সন্ধ্যেবেলা ইংলিশ বাজারে নব জোয়ার ক্যাম্পে হাজির থাকবেন অভিষেকের সঙ্গে এক মঞ্চে ?

এই জোড়া সফর কাকতালীয় নাকি পরিকল্পিত সে আলোচনা এখন গৌণ। মূল বিষয় মমতা-অভিষেকের জোড়া সফর এক সময়ের কংগ্রেস গড় মালদায়। মুর্শিদাবাদের সাগর দিঘি উপনির্বাচনে বাম কংগ্রেস জোট জয় লাভ করায় মালদার ঘরোয়া রাজনীতিতে তার প্রভাব পড়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। উজ্জীবিত বাম কংগ্রেস শিবির । রায়গঞ্জের পুরনো জমি ফিরে পেতে ময়দানে সক্রিয় অধীর রঞ্জন চৌধুরী । গত পয়লা মে ইটাহারে নব জোয়ার ক্যাম্পে ভাষণ রাখতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ ও করেছেন অভিষেক। সব মিলিয়ে সাগর দিঘির পরাজয়ের পর মমতা অভিষেকের জোড়া সফর ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে।