Dilip Ghosh On Mamata Banerjee: মুখ্যমন্ত্রী ‘বারবার’ কেন উত্তরবঙ্গ সফরে যান তার কারণ ব্যাখ্যা করলেন দিলীপ

Dilip Ghosh: একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ট্রেনে চড়ে মালদা সফরকে কটাক্ষ করছেন বিজেপি নেতা। তিনি বলেন, "ধীরে ধীরে নিচে আসছেন। হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন। এরপর বাসে করে যাবেন।"

Dilip Ghosh On Mamata Banerjee: মুখ্যমন্ত্রী 'বারবার' কেন উত্তরবঙ্গ সফরে যান তার কারণ ব্যাখ্যা করলেন দিলীপ
মমতার উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ দিলীপের
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 8:47 AM

কলকাতা: বুধবার মালদহ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সেখানে তাঁর প্রশাসনিক সভা রয়েছে। তার আগে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’য় অংশ নিতে পারেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বারংবার কেন উত্তবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেই বিষয়টিও খোলসা করে জানালেন বিজেপি নেতা।

নিত্যদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “উত্তরে এবং জঙ্গলমহলে বারেবারে যাচ্ছেন। কারণ তৃণমূল কোথায় আছে, দেখতে যাচ্ছে। কই নদিয়া,মুর্শিদাবাদ,যান না। জানে এগুলো মারপিট করে জিতে নেব।” উত্তর আর দক্ষিণ তৃণমূল উপড়ে গেছে। মানুষ ঠিক করেছে,একটা আসনও দেবে না। চেষ্টা করছে। নিজের লোক লুঠপাট করে নিয়েছে। জন-সংযোগ করে আর কী লাভ?” একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ট্রেনে চড়ে মালদা সফরকে কটাক্ষ করছেন বিজেপি নেতা। তিনি বলেন, “ধীরে ধীরে নিচে আসছেন। হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন। এরপর বাসে করে যাবেন।”

প্রসঙ্গত, বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া সফর মালদায়। আর তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। শাসক দলের সুপ্রিমো আর সেকেন্ড ইন কমান্ড একসঙ্গে একই জেলায়! সাম্প্রতিক অতীতে এমন উদাহরণ নেই বলেই মত ওয়াকি বহাল মহলের।