“আমার পরিবারের কেউ অন্যায় করলেও শাস্তি পাবে”, দুর্নীতি প্রসঙ্গে মমতার জবাব

সভা থেকেই নাম না করে জে পি নাড্ডাকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরও বলেন,"ভাববেন না শুধু আপনাদের কাছেই তথ্য রয়েছে। আমার কাছেও তথ্য আছে। আমি ব্যক্তিগত আক্রমণ করি না।"

আমার পরিবারের কেউ অন্যায় করলেও শাস্তি পাবে, দুর্নীতি প্রসঙ্গে মমতার জবাব
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 11, 2020 | 12:08 AM

কলকাতা: রাজ্য রাজনীতির উত্তাপ বাড়াতে বিজেপির লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর ঘনিষ্ঠ পরিজনই। কয়লা পাচারকাণ্ড থেকে গরু পাচার, বারংবার অভিযোগের তির মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের দিকেই তুলেছে বিজেপি। লাগাতার আক্রমণেই ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রীর পালটা জবাব ,”আমার পরিবারের কেউ অন্যায় করলে তার শাস্তি হবে।” বৃহস্পতিবার ধর্মতলায় এক দলীয় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন এই কথা।

সভা থেকেই নাম না করে জে পি নাড্ডাকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরও বলেন,”ভাববেন না শুধু আপনাদের কাছেই তথ্য রয়েছে। আমার কাছেও তথ্য আছে। আমি ব্যক্তিগত আক্রমণ করি না।”

কয়লা ও গরু পাচারকাণ্ডের তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের সন্দেহ, পাচারকাণ্ডে জড়িত রয়েছেন প্রশাসনের বহু উচ্চপদস্থ ব্যক্তিরা। ইতিমধ্যেই প্রধানচক্রী লালাকে জেরা করে তাদের খোঁজ চালানো হচ্ছে। এদিকে বিজেপি প্রচারে নেমে অভিযোগ, দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে কালীঘাটের। কয়েকদিন আগেই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ভাইপো বলে আঙুল তুলেছিলেন।

একের পর এক আক্রমণের পাল্টা জবাব দিতে মুখ্যমন্ত্রী রাজধর্মের আশ্রয় নিয়ে বলেন, “পরিবারের কেউ অন্যায় করলে শাস্তি পাবে”। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্নীতি নিয়ে বিজেপির ক্রমাগত আক্রমণের পালটা জবাবেই নিজের স্বচ্ছ ভাবমূর্তিকে তুলে ধরার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন, অন্যায় করলেই শাস্তি হবে, সে তাঁর নিজের পরিবারের সদস্য হলেও। রাজধর্ম পালনে অটল থাকবেন তিনি।

আরও পড়ুন: কোভিড পরিকাঠামোয় কাটছাঁট, বেসরকারি হাসপাতালকে শয্যা ফেরানোর নির্দেশিকা স্বাস্থ্য দফতরের