আদিবাসী দিবসে ঝাড়গ্রাম সফর মমতার, বন্যা পরিস্থিতি দেখতে যেতে পারেন ঘাটালেও
Mamata Banerjee: আগামী সোমবার ঝাড়গ্রামে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে যে সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানেও যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: আগামী সপ্তাহেই ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঘাটালের প্লাবিত এলাকাও ঘুরে দেখবেন তিনি। এখনও অবধি যা খবর, তাতে ৯ অগস্ট ঝাড়গ্রামে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার ঝাড়গ্রামে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে যে সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানেও যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্ভবত একই সঙ্গে মেদিনীপুরের ঘাটালের যে বানভাসি পরিস্থিতি তাও সরেজমিনে খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। তবে এই সফরে তিনি আকাশপথে যাবেন নাকি সড়কপথে তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, সম্প্রতি হাওড়ায় প্লাবিত এলাকা হেঁটে ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমতায় নিজে ছাতা ধরে হাঁটু জলে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের সবরকম সাহায্যেরও নির্দেশ দেন। বলেন, এই বন্যা ‘ম্যান-মেড’। ডিভিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ২০০০ সালে রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় এই ‘ম্যান মেড’ তত্ত্বকেই কাঠগড়ায় তুলেছিলেন। তার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ২০২১ সালে এই হাওড়ায় দাঁড়িয়ে সেই একই তত্ত্বকে তুলে ধরেন। আরও পড়ুন: সুর নরম অনিল-কন্যার, ‘জাগো বাংলা’য় লেখা নিয়ে দলের কাছে ‘দুঃখপ্রকাশ’ অজন্তার