Adhir Chowdhury: ‘মমতার প্রতি দিল্লির নেতারা দুর্বল, তাঁরা সব জানতেন না’, ফের বিস্ফোরক অধীর
Adhir Chowdhury on Mamata Banerjee: অধীরের কথায়, "মমতা কেন এমন করছেন জানি না। দিল্লির নেতাদের দুর্বলতা রয়েছে মমতার প্রতি। তাঁরা সব জানতেন না।' এর পর তিনি যোগ করেন, 'আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আপনি (পড়ুন মমতা) বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ছিলেন। একবার ভুল স্বীকার করেছেন।''
কলকাতা: গোয়া সফর থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিজেপির (BJP) সঙ্গে সঙ্গে কংগ্রেস (Congress) কে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন। সেখান থেকেই কংগ্রেস সম্পর্কে নিজের মতামত একেবারেই তিনি স্পষ্ট করে দিলেন বলে মনে করা হচ্ছে। মমতার অভিযোগ, বিজেপি-র সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। তাই কংগ্রেস যে ভাবে কমছে, সেই হারেই টিআরপি বাড়ছে বিজেপি-র। এদিকে মমতার গোয়া থেকে কংগ্রেস আক্রমণের মধ্যেই বাংলা থেকে তৃণমূল সুপ্রিমোকে ফের বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর পাল্টা মন্তব্য, মমতার প্রতি দিল্লির নেতারা দুর্বল। তাঁরা ‘সব জানতেন না’।
এবারের সংঘাতের শুরুটা ভবানীপুরের উপনির্বাচনের সময়। ইডি-সিবিআই নিয়ে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে এবং কংগ্রেসের বেলায় তেমন কিছু করেনি বলে এক জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মমতা। যদিও তার প্রতিক্রিয়ায় অধীর পাল্টা জানান, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর ইচ্ছাতেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেননি তাঁরা। তা সত্ত্বেও কংগ্রেসকে এহেন আক্রমণ আদতে তৃণমূল ও বিজেপির গোপন বোঝাপড়াকেই নির্দেশ করে বলে কটাক্ষ করেছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। আর এদিন সাংবাদিক বৈঠক থেকে তাঁরা মন্তব্য, ‘দিল্লির নেতাদের দুর্বলতা রয়েছে মমতার প্রতি। তাঁরা সব জানতেন না।’
অধীরের কথায়, “মমতা কেন এমন করছেন জানি না। দিল্লির নেতাদের দুর্বলতা রয়েছে মমতার প্রতি। তাঁরা সব জানতেন না।’ এর পর তিনি যোগ করেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আপনি (পড়ুন মমতা) বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ছিলেন। একবার ভুল স্বীকার করেছেন।’
তার পর আরও আক্রমণাত্মক ভাষায় অধীরের খোঁচা, “মমতার সঙ্গে আরএসএসের সম্পর্ক আছে। নীতিন গড়করি, রাজনাথ সিং, মোহন ভাগবত নিয়ে দিদি কিছু বলেন না কোনওদিন। মমতার আমলেই আরএসএস শাখা বেড়েছে। আর ভবানীপুর নাগপুরের ট্রেন চলেছে।”
এদিকে মমতার গোয়া সফরের মাঝে সমুদ্র শহরে হাজির হয়েছেন কংগ্রেস নেতাও। সেখানে টিভি ৯ বাংলা রাহুলের কাছে মমতার গোয়া সফরের প্রসঙ্গ উত্থাপন করতেই গাড়িতে বসা মুখে মাস্ক পরিহিত ওয়েনাড়ের সাংসদ স্রেফ ‘ধন্যবাদ’ বলে তাঁর অতি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন। সব মিলিয়ে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ২০২৪ সালের লোকসভা ভোটে চোখ রেখে বিজেপি বিরোধী জোটে কংগ্রেস-তৃণমূলের শামিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে অতি ক্ষীণ হতে শুরু করেছে। গোয়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, যে কংগ্রেস তাঁর বিরুদ্ধে লড়াই করতে ছাড়ে না, তাঁদের সঙ্গে কী করে জোট সম্ভব?
আর এ দিকে মমতাকে উদ্দেশ্য করে অধীর চৌধুরীর আক্রমণ, ‘অতীতকে স্বীকার না করলে ভবিষ্যত গড়তে পারে না। আপনি রাজনৈতিক বিশ্বাসঘাতক। কংগ্রেসের দিকে আঙুল তোলার আগে আয়না দেখুন। যাঁরা ঋণ স্বীকার করে না। তাঁরা রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে না। রাজ্যে রাজ্যে কংগ্রেস দুর্বল হলে তা আমরা বুঝব। ওনার দলের লোকেরা বিজেপিতে যোগ দেয়নি?’
আরও পড়ুন: WB By Election 2021: ‘ভোটের শতাংশ তো ভাল, কিন্তু যে ভাবে ভোট হচ্ছে…’ শাসক দলকে তুলোধোনা সুকান্তর