পদত্যাগ করুন অমিত শাহ! পেগাসাস নিয়ে আজ পথে নামবে কংগ্রেস
যাদের ফোনে আড়িপাতা হয়েছে, সেই তালিকায় রয়েছেন রাহুল গান্ধীও।
কলকাতা: ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে এ বার পথে নামছে তৃণমূল। পেগাসাস ইস্যুতে আজ কলকাতায় বিক্ষোভ দেখাবে কংগ্রেস নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে রাজভবনেও যাবেন কংগ্রেস নেতারা। তবে করোনা পরিস্থিতিতে কোনও বড় আকারের জমায়েত হবে না।
উত্তর ও মধ্য কলকাতার কংগ্রেস নেতৃত্ব এই বিক্ষোভ দেখাবে বলে জানা গিয়েছে। তাঁদের দাবি ফোনে এ ভাবে আড়িপাতার ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। তাই অবিলম্বে যাতে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন, সেই দাবি নিয়েই রাজভবনে যাবেন কংগ্রেস নেতারা। কংগ্রেস সূত্রে খবর, কোভিডের কারণে বড় আকারে কোনও জমায়েত হবে না। তবে ছোট ছোট জমায়েত করে তাঁরা পৌঁছে যাবেন রাজভবনে। দুপুর আড়াইটা নাগাদ তাঁর রাজভবনে যাবেন বলে জানা গিয়েছে।
পেগাসাস ইস্যুতে প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস ইউনিটকে সাংবাদিক সম্মেলন করার নির্দেশ আগেই এসেছে কংগ্রেস হাইকমান্ডের তরফ থেকে। সব রাজ্যেই আন্দোলন করার কথা বলা হয়েছে কর্মীদের। তাই দেশজুড়ে আন্দোলনের রাস্তায় নামছে কংগ্রেস। প্রতিটি রাজ্যে রাজভবন অভিযানের কথাও বলা হয়েছে। উল্লেখ্য, পেগাসাসের হাত ধরে ভারতের যে সমস্ত রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মীর ফোনে আড়ি পাতা হয়েছিল তাদের মধ্যে শীর্ষ তালিকায় আছেন রাহুল গান্ধী। আরও পড়ুন: লক্ষ্মীবারে সুখেন্দু-নিবাসে লাঞ্চ, দিল্লি গেলেন অভিষেক, সহযাত্রী ‘ঘরের ছেলে’ পিকে