Vande Bharat: ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম স্লোগানের ‘খেসারত’ দিতে হয়েছিল দলকে, স্মরণ করিয়ে বিতর্কে বিজেপি নেতা
Mamata Banerjee, Jay Sree Ram: টুইটারে ওই বিজেপি নেতা লিখেছেন, "এই স্লোগানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে চাইলেন না। অতীতে ২০২১ সালের ভোটের আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে এই ধরনের স্লোগান দলের বিরুদ্ধে গিয়েছিল।"
কলকাতা: হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে জয় শ্রীরাম (Jay Sree Ram) স্লোগান ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ড্যামেজ কন্ট্রোল পুরোপুরি হয় না। মুখ্যমন্ত্রী এদিন আর মূল মঞ্চে ওঠেননি। মুখ্যমন্ত্রী এদিন মঞ্চে মেজাজ না হারালেও তৃণমূল শিবির ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিজেপিকে বিঁধতে শুরু করেছে। আর এরই মধ্যে এবার বিজেপির অস্বস্তি বাড়ালেন দলেরই নেতা। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী এই জয় শ্রীরাম স্লোগান ঘিরে আপত্তির কথা তুলে ধরেছেন টুইটারে। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে এই ধরনের জয় শ্রীরাম স্লোগান ‘অপক্ক’ বলেই মনে করছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, “এই স্লোগানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে চাইলেন না। অতীতে ২০২১ সালের ভোটের আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে এই ধরনের স্লোগান দলের বিরুদ্ধে গিয়েছিল।”
Development track @narendramodi gets detailed due to “immature”Jai Shri Ram slogans in Central Govt event.Inauguration of Vande Bharat,irked by slogans,CM @MamataOfficial refused to share dais.Unruly slogans at Victoria Memorial before 2021 polls went against us.
— CHARLES NANDI (@CharlesNandi1) December 30, 2022
বিজেপি সংখ্যালঘু সেলের ওই নেতার এই মন্তব্যের বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “আমি এই টুইট নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। এটি দলের অফিসিয়াল টুইট নয়। আমি এর পক্ষে বা বিপক্ষে কিছু বলব না। তবে ভিক্টোরিয়ার সময়ের প্রেক্ষিত ভিন্ন ছিল। আজকের সময় সম্পূর্ণ ভিন্ন।”
সঙ্গে শমীক আরও বলেন, “প্রধানমন্ত্রী সদ্য মাতৃহারা অবস্থায়, সব কিছু থেকে বেরিয়ে এসে সঠিক সময়ে পশ্চিমবঙ্গের জন্য সরকারি প্রকল্পের ঘোষণা করলেন। এটি সারা দেশবাসী দেখল। আর মুখ্যমন্ত্রী নীচে দাঁড়িয়ে নিজের মন্তব্য রাখলেন। এটি থেকে কী বার্তা গেল, তা সারা ভারতের মানুষ দেখবে।” এদিকে বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির ওই টুইটের জেরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অভিযোগ জানিয়েছে রাজ্য নেতৃত্ব।