National Ganga Council: কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী

National Ganga Council: মাতৃপ্রয়াণে সশরীরে হাজির থাকতে না পারলেও, শুক্রবার (৩০ ডিসেম্বর) ভার্চুয়াল মাধ্যমে কলকাতায় আয়োজিত দ্বিতীয় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

National Ganga Council: কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী
ভার্চুয়াল মাধ্যমে কলকাতায় আয়োজিত দ্বিতীয় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2022 | 6:07 PM

কলকাতা: মাতৃপ্রয়াণে সশরীরে হাজির থাকতে না পারলেও, শুক্রবার (৩০ ডিসেম্বর) ভার্চুয়াল মাধ্যমে কলকাতায় আয়োজিত দ্বিতীয় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি, কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিং, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর প্রমুখ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বদলে বৈঠকে যোগ দেন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

মা হীরাবেন মোদীর শেষকৃত্য সম্পন্ন করে এই বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন ভারতীয় রেলের একাধিক প্রকল্পও ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। গঙ্গা নদী এবং এর উপনদীগুলির দূষণ প্রতিরোধ এবং পুনর্জীবন প্রকল্পগুলি তত্ত্বাবধানের সামগ্রিক দায়িত্ব রয়েছে জাতীয় গঙ্গা কাউন্সিলের উপর। এই কাউন্সিলের আওতায় নমামি গঙ্গে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল, গঙ্গার দূষণ কার্যকরভাবে হ্রাস করা, গঙ্গা সংরক্ষণ এবং পুনর্জীবনের জন্য বিভিন্ন মন্ত্রক ও রাজ্যের মধ্যে সমন্বয় করা। ২০১৪ সালের জুনে এই প্রকল্পের জন্য ২০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

এর আগে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG) এর কার্যনির্বাহী কমিটির ৪৬তম সভায় গঙ্গা অববাহিকায় পয়ঃপ্রণালির পরিকাঠামোর উন্নয়নের জন্য প্রায় ২,৭০০ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়েছিল। এই প্রকল্পগুলির মধ্যে ১২টি উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে বিকশিত হবে বলে জানিয়েছে জলশক্তি মন্ত্রক। সম্প্রতি, নমামি গঙ্গে উদ্যোগকে প্রকৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিশ্বের ১০টি সেরা প্রকল্পকে স্বীকৃতি দিয়েছিল রাষ্ট্রসঙ্ঘ। তার মধ্যে নির্বাচিত হয়েছিল নমামি গঙ্গেও।