Dacoity in Jewelry Showroom: ‘যা ঘটেছে, তা ব্যবসার পক্ষে ভাল নয়’, বলছেন সেনকো গোল্ডের সিওও

Dacoity: সেনকো গোল্ডের সিওও বলছেন, "আমরা যখন প্রচুর কর্মসংস্থান তৈরি করছি তখন এগুলি ঠিক নয়। পরিকল্পনা করেই এগুলি হচ্ছে। এই তো প্রথম বার হল না! আমরা যখন সারা দেশে বাড়ছি, তখন আমাদের টার্গেট করা হচ্ছে।"

Dacoity in Jewelry Showroom: 'যা ঘটেছে, তা ব্যবসার পক্ষে ভাল নয়', বলছেন সেনকো গোল্ডের সিওও
কী বলছেন সেনকো গোল্ডের সিওওImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 6:55 PM

কলকাতা: রাজ্যের দুই জেলায় প্রায় একই সময়ে সোনার দোকানে ডাকাত দলের হানা। একটি ঘটনা নদিয়ার রানাঘাটে। অন্যটি পুরুলিয়ায়। দু’জায়গাতেই ডাকাত দলের টার্গেট সেনকো গোল্ড। আর এমন ঘটনায় ভীষণ উদ্বিগ্ন সেনকো গোল্ডের সিওও সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সোনার দোকানে ডাকাতির ঘটনা প্রসঙ্গে তাঁর মত, যা ঘটেছে তা ব্যবসার পক্ষে ভাল নয়। রাজ্য সরকারের কাছে আর্জি বিষয়টি দেখার জন্য। বলছেন, “আমরা নিরাপত্তার দিকটি দেখছি। কিন্তু গুলি চলার জন্য আমাদের কর্মীরা ভীত‌ হয়ে পড়ছেন । এটা ঠিক নয়‌।” তিনি আরও বলছেন, “আমরা যখন প্রচুর কর্মসংস্থান তৈরি করছি তখন এগুলি ঠিক নয়। পরিকল্পনা করেই এগুলি হচ্ছে। এই তো প্রথম বার হল না! আমরা যখন সারা দেশে বাড়ছি, তখন আমাদের টার্গেট করা হচ্ছে।”

তাঁর মতে সংস্থা যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়েছে, যেভাবে বিভিন্ন ধরনের অলঙ্কারের সমাহার নিয়ে এসেছে, তার জন্যই টার্গেট হয়ে যাচ্ছে সেনকো গোল্ড। বলছেন, ‘পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও সেনকো গোল্ডে এই ধরনের ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের মধ্যে এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। এটা পূর্ব পরিকল্পিতভাবে ঘটেছে।’ তাঁর মতে, এই ধরনের ঘটনার ফলে সংস্থার কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। শুধু কর্মীরাই নয়, গ্রাহকরাও আতঙ্কিত হয়ে পড়ছেন। এমন অবস্থায়, রাজ্য সরকার যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে, সেই আবেদন জানাচ্ছেন সেনকো গোল্ডের সিওও সঞ্জয় বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, সোনার দোকানি ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। তৃণমূলের  মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, ‘যা ঘটেছে, তা অত্যন্ত খারাপ ঘটনা। এরকম ঘটনা কিছু কিছু ঘটে যায়। খুবই আপত্তিকর ঘটনা। যুগে যুগে কিছু কিছু ঘটে যায়। এগুলি কমানোর চেষ্টা চলছে। পুলিশ-প্রশাসন বিষয়টি দেখছে। আগের থেকে অনেকটা কমানো গিয়েছে। তবে একটিও যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ-প্রশাসন চেষ্টা করছে।’