Corona Update: উত্তর ২৪ পরগনায় এখনও চোখ রাঙাচ্ছে মৃত্যু, দৈনিক সংক্রমণ কমল কিছুটা

Corona Update: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমল কিছুটা। মৃতের সংখ্যাও কমছে।

Corona Update: উত্তর ২৪ পরগনায় এখনও চোখ রাঙাচ্ছে মৃত্যু, দৈনিক সংক্রমণ কমল কিছুটা
রাজ্যের সংক্রমণে উদ্বিগ্ন কেন্দ্র। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 9:01 PM

কলকাতা : এ রাজ্যে এখনও পর্যন্ত ওমিক্রনের থাবা তেমন ভয়ঙ্কর আকার ধরেনি। একজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেলেও পরবর্তীতে তার রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে রাজ্যে সার্বিক করোনা পরিস্থিতিও ক্রমশ স্বস্তি দিচ্ছে। গতকালের তুলনায় আজ কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ। মৃতের সংখ্যাও কমেছে রাজ্যে। গত ২৪ গণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮০ জন, গতকাল যে সংখ্যাটা ছিল ৬৬০। কমেছে মৃতের সংখ্যাও।

এক দিনে ৯ জনের মৃত্যু হয়েচে রাজ্যে, গতকাল সেই সংখ্য়াটা ছিল ১২। পজিটিভিটি রেট ১.৭৮ শতাংশ থেকে নেমে হয়েছে ১.৪৪ শতাংশ। রাজধানীতে এখনও রয়েছে আশঙ্কার মেঘ। কলকাতাতেও সংক্রমণ কমেছে কিছুটা।

কোন জেলায় কী পরিস্থিতি একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। বৃহস্পতিবার- ১, শুক্রবার- ০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

মালদহ– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ১।

বীরভূম– গতকাল আক্রান্ত ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ০।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০১ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ৩, শুক্রবার- ৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ০।

কলকাতা– গতকাল আক্রান্ত ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ১।

আরও পড়ুন : Punjab Polls: ‘১০১ শতাংশ নিশ্চিত, আমরাই জিতব’, বিজেপির সঙ্গে জোট চূড়ান্ত হওয়ার পর আত্মবিশ্বাসী ক্যাপ্টেন