Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃতীয় ঢেউয়ের আগেই শিশুদের জন্য ১৩০০ পেডিয়াট্রিক ICU, ৩৫০ SNCU তৈরি হচ্ছে রাজ্যে

বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, আগাম ব্যবস্থা নিচ্ছে রাজ্য।

তৃতীয় ঢেউয়ের আগেই শিশুদের জন্য ১৩০০ পেডিয়াট্রিক ICU, ৩৫০ SNCU তৈরি হচ্ছে রাজ্যে
ছবি-ফেসবুক
Follow Us:
| Updated on: Jun 23, 2021 | 6:58 PM

কলকাতা: তৃতীয় ঢেউ ধাক্কা মারার আগেই শিশুদের সুরক্ষিত রাখতে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজ্য সরকার। একাধিক গবেষণায় উঠে এসেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি এই ঢেউ ভারতে আছড়ে পড়তে পারে। সেই ঢেউয়ে শিশুরাই বিপদসীমায় থাকবে বলে মনে করছেন গবেষকদের একাংশ। সেই কথা মাথায় রেখে বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, আগাম ব্যবস্থা নিচ্ছে রাজ্য।

রাজ্য সরকারের পক্ষ থেকে এ দিন জানানো হয়, ইতিমধ্যেই তৃতীয় ঢেউ মোকাবিলায় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। পেডিয়াট্রিক কেয়ার এর জন্য আলাদা ব্যবস্থা জুলাই মাসের মধ্যেই নেওয়া হবে। মুখ্যসচিব জানান, ইতিমধ্যেই ১৩০০ পেডিয়াট্রিক আইসিইউ, ৩৫০ এসএনসিইউ এবং ১০ হাজার জেনারেল বেড তৈরি রাখা হচ্ছে। পুরোটাই কোভিডের তৃতীয় ঢেউয়ে শিশুদের কথা মাথায় রেখে।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে কোভ্যাক্সিন’, আন্তর্জাতিক স্বীকৃতি চান মমতা

একই সঙ্গে মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ০-১২ বছর এর বাচ্চা যাদের রয়েছে তাদের মায়েদের টিকাদান করা হবে জরুরি ভিত্তিতে। দ্বিতীয় ঢেউয়ের সময় যেভাবে অক্সিজেনের চাহিদা বেড়েছে সেই কথা মাথায় রেখে তৃতীয় ঢেউয়ের জন্য আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই নন্দীগ্রাম মামলার শুনানি

এর পাশাপাশি আগামী ৬ জুলাই আসতে চলা কোটাল নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। জেলা স্তরে বিপর্যয় মোকাবিলা দফতরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, নীচু এলাকা থেকে যেন সবাইকে সরানোর কাজ শুরু হয়। একই সঙ্গে যে বাঁধগুলি মজবুত অবস্থায় নেই সেগুলির মেরামতির কাজও শুরু করতে বলেন মমতা।

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'