Kolkata CP: ‘লুকানোর কিচ্ছু নেই’, আরজি করে দাঁড়িয়ে দাবি বিনীত গোয়েলের

RG Kar Case: সিপির দাবি, এখন নানারকমের গুজব চলছে চারদিকে। বিনীত গোয়েলের কথায়, "একাধিক লোক যুক্ত বলছে কেউ, বলা হচ্ছে কাউকে আড়ালের চেষ্টা চলছে। তিনজনের সিমন পাওয়া গিয়েছে বলে নানা গল্প ঘুরছে। এগুলো একেবারেই গুজব। আমরা তদন্তে নিয়ে একেবারেই স্বচ্ছতা বজায় রাখছি। যদি কারও কোনও প্রশ্ন থাকে, আমাদের কাছে যোগাযোগ করতে পারেন।"

Kolkata CP: 'লুকানোর কিচ্ছু নেই', আরজি করে দাঁড়িয়ে দাবি বিনীত গোয়েলের
বিনীত গোয়েল।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2024 | 8:28 PM

কলকাতা: রবিবার সন্ধ্যায় আরজি করে কলকাতার পুলিশ কমিশনার বা সিপি বিনীত গোয়েল। সিপি বলেন, “পড়ুয়াদের কাছে অনুরোধ, আপনাদের কাছে কোন‌ও খবর থাকলে, কেউ জড়িত আছে মনে করলে আমাদের জানান। আমরা গুরুত্ব দিয়ে দেখব। কিচ্ছু  লোকানোর নেই।” সিপির দাবি, এখন নানারকমের গুজব চলছে চারদিকে। বিনীত গোয়েলের কথায়, “একাধিক লোক যুক্ত বলছে কেউ, বলা হচ্ছে কাউকে আড়ালের চেষ্টা চলছে। তিনজনের সিমন পাওয়া গিয়েছে বলে নানা গল্প ঘুরছে। এগুলো একেবারেই গুজব। আমরা তদন্তে নিয়ে একেবারেই স্বচ্ছতা বজায় রাখছি। যদি কারও কোনও প্রশ্ন থাকে, আমাদের কাছে যোগাযোগ করতে পারেন।

এদিন বারবারই বিনীত গোয়েল দাবি করেন, কোনও গুজবে কান না দিতে। যে কোনও প্রশ্নের জবাব দিতে তাঁরা প্রস্তুত। তাঁর কথায়, “আমরা একটা হেল্পলাইন নম্বর চালু করে দেব, সেখানেও ফোন করে কারও কিছু বলার থাকলে বলতে পারেন। পরিচয় গোপন রেখে অভিযোগ জানানো যাবে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ইমেল আইডিও দেওয়া হবে।”

হাসপাতালে কোথায় কোথায় সিসি ক্যামেরা বসবে, কোথায় নিরাপত্তা রক্ষী থাকবে সমস্তটাই এদিন খতিয়ে দেখেন কলকাতা পুলিশের দুই অফিসার। এদিকে এদিন চিকিৎসক ছাত্রী খুনের পর‌ও নিরাপত্তায় গলদের অভিযোগ ওঠে। রবিবার ইএনটি ওটি’র সামনে কয়েকজন মত্ত ব্যক্তির বিরুদ্ধে সিস্টারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। সিপি’র সঙ্গে বৈঠকে এই অভিযোগ জানান আন্দোলনকারীরা। এরপর‌ই আরজি করে দায়িত্বপ্রাপ্ত এসিপি’কে সরানোর দাবি জোরালো হয়।

পাঁচ বছর আগে এন‌আর‌এস কাণ্ডের পর শহরের প্রতিটি মেডিক্যাল কলেজে এসিপি পদমর্যাদার আধিকরিক দায়িত্ব পান। এরপর‌ও হাসপাতালের সেমিনার কক্ষে চিকিৎসক ছাত্রী কীভাবে এমন নৃশংসতার শিকার হলেন, সেই প্রশ্ন তুলেছিল টিভি নাইন বাংলা। শেষ পর্যন্ত আরজি করের দায়িত্বপ্রাপ্ত এসিপিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ কমিশনার।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)