Sandeshkhali: জামিন হয়েও হইল না জামিন… জেলেই সিপিএমের নিরাপদ

Nirapada Sardar: শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডল নিরাপদ সর্দারের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। প্রিভেনশন অব অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টও। কারণ, শিবু হাজরার পোলট্রি ফার্মে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাতে প্রচুর মুরগি পুড়ে মারা যায় বলে অভিযোগ। সন্দেশখালি থানায় ২৩ নম্বর কেস ছিল এটি। এই মামলায় ৩ দিন পুলিশ হেফাজতে ছিলেন নিরাপদ সর্দার।

Sandeshkhali: জামিন হয়েও হইল না জামিন... জেলেই সিপিএমের নিরাপদ
নিরাপদ সর্দার।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2024 | 10:12 PM

কলকাতা: সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের জামিন হলেও হল না ‘জেলমুক্তি’। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে নিরাপদকে। বৃহস্পতিবার বসিরহাট আদালতে তোলা হয় নিরাপদকে। শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডলের করা মামলায় নিরাপদ সর্দারের জেল হেফাজত হয়। অন্যদিকে শিবু হাজরার দায়ের করা মামলায় জামিন পান নিরাপদ।

শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডল নিরাপদ সর্দারের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। প্রিভেনশন অব অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টও। কারণ, শিবু হাজরার পোলট্রি ফার্মে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাতে প্রচুর মুরগি পুড়ে মারা যায় বলে অভিযোগ। সন্দেশখালি থানায় ২৩ নম্বর কেস ছিল এটি। এই মামলায় ৩ দিন পুলিশ হেফাজতে ছিলেন নিরাপদ সর্দার। এই মামলাতেই ২৬ তারিখ অবধি জেল হেফাজত হয়েছে তাঁর।

শিবু হাজরার অভিযোগ ছিল সন্দেশখালি থানায় ১৭ নম্বর কেস। এই মামলাতেই প্রাক্তন সিপিএম বিধায়ককে গ্রেফতার দেখানো হয়। একই সঙ্গে পুলিশ হেফাজতের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে আদালত থেকে জামিন হয় প্রাক্তন বাম বিধায়কের।