Cyber Crime: লাখ টাকার লোভ দেখাতেই ফাঁদে পা জওয়ানের, খোয়াতে হল হাজার হাজার টাকা
Cyber Crime: ঘটনায় প্রধান অভিযুক্ত পরিমল দে নামক এক যুবক, যাকে নদিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা: লক্ষাধিক টাকার টোপে পা দিয়ে সাইবার প্রতরণা। আর সেই প্রতারণার শিকার হতে হল খোদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। সেই সঙ্গে নয়া কৌশলের প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রতারণার ঘটনায় প্রধান অভিযুক্ত পরিমল দে নামক এক যুবক, যাকে নদিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কর্মসূত্রে বিধাননগরে বসবাসকারী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যোগেন্দ্র সিংহ বিধাননগর সাইবার থানায় গত ২৭ জুলাই একটি অভিযোগ দায়ের করেন। জানান, অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে কিছু কেনাকাটা তিনি করেছিলেন। এর পরই এক ব্যক্তি তাঁকে ওই অনলাইন সংস্থার কর্মী পরিচয় দিয়ে ফোন করেন। সেই সঙ্গে জানান, যোগেন্দ্র যে জিনিস কিনেছিলেন তার জন্যে তিনি একটি লটারি জিতেছেন, যার পরিমাণ লক্ষাধিক টাকা! তবে সেই টাকা পেতে তাঁকে ‘কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে’ যেতে হবে। অভিযোগকারী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই লটারির উপহার পাওয়ার আশায় রাজি হয়ে যান সেই প্রসেসিং করতে।
সূত্রের খবর, এরপরই অভিযুক্ত ব্যক্তি ফোন মারফত তাঁকে বিভিন্ন ভাবে প্রসেসিং ফি দিতে বলেন। যোগেন্দ্রও লক্ষাধিক টাকার লোভে পড়ে সেই নির্দেশ অনুসরণ করতে থাকেন, এবং এই সুযোগে যোগেন্দ্রর থেকে ৩৪ হাজার টাকা লুটে নেয় যোগেন্দ্র। তার পর থেকেই সেই ফোন নম্বর বন্ধ করে দেয় অভিযুক্ত। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরেই বিধাননগর সাইবার অপরাধ দমন থানার দ্বারস্থ হন ওই জওয়ান।
ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানা। তদন্ত শুরু হতেই হাতে আসে টাকা যে ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ট্রান্সফার হয়েছে তার তথ্য। সেই অ্যাকাউন্টে বিভিন্ন ব্যক্তির থেকে কয়েক লক্ষ টাকা লেনদেন হয় বলে পুলিশ জানতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ গতকাল হানা দেয় নদিয়া জেলায়। সেখান থেকেই এই ঘটনার মূল অভিযুক্ত পরিমল দে-কে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন: West Bengal BJP: পোলিং এজেন্টে ‘না’ বিজেপির, কয়েক দফা দাবি নিয়ে কমিশনে অর্জুনরা
পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তি অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে উপভোক্তাদের তথ্য জোগাড় করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করত, এবং একই পদ্ধতিতে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করতো। অভিযুক্তের কাছ থেকে ব্যাঙ্কের তথ্য উদ্ধার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ব্যক্তি তথা প্রতারণা চক্রের সঙ্গে একটি বড় চক্র কাজ করতো। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এই ব্যক্তির সঙ্গে আর কারা জড়িত এবং এই ব্যক্তি কার কাছ থেকে উপভোক্তাদের ব্যক্তিগত তথ্য জোগাড় করতো, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন: Priyanka Tibrewal: মনোনয়নের আগেই ভাইকে হারালেন প্রিয়াঙ্কা, ‘বড় দাদা’র মতো আগলে রাখলেন শুভেন্দু