পুলিশ কর্তার মেয়ের মোবাইল নম্বর দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

Cyber Crime: ধৃত উত্তরপাড়া (Uttaroara) কোতরং পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কো-অর্ডিনেটর দীপক কুণ্ডুর ছেলে অর্কদীপ কুণ্ডু।

পুলিশ কর্তার মেয়ের মোবাইল নম্বর দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে
উত্তরপাড়ার তৃণমূল নেতার ছেলে গ্রেফতার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 12:40 PM

কলকাতা: পুলিশ কর্তার মেয়ের ফোন নম্বর দিয়ে আপত্তিকর পোষ্ট। ধৃত উত্তরপাড়া (Uttaroara) কোতরং পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কো-অর্ডিনেটর দীপক কুণ্ডুর ছেলে অর্কদীপ কুণ্ডু। বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

ঘটনাটি মাস খানেক আগের। সল্টলেকের বাসিন্দা ওই পুলিশ কর্তার মেয়ের অভিযোগ, অন্য মহিলার ছবির সঙ্গে তাঁর মোবাইল নম্বর জুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপত্তিকর পোষ্ট ছড়িয়েছিলেন অর্কদীপ। তিনি তাঁর প্রাক্তন সহপাঠী। অভিযোগকারী ছাত্রীর বক্তব্য, “প্রথমে বিশেষ আমল দিই নি। তবে দেখি এসব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করে। বিভিন্ন বাজে প্রস্তাব দেওয়া হয়। মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম।”

এরপরই প্রশাসনের দ্বারস্থ হন ওই ছাত্রী। ১২ জুন মামলা দায়ের করে তরুণীর পরিবার। এক মাস পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অর্কদীপ উত্তরপাড়ার প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে। পুলিশ রবিবার বারাসতের অর্কদীপের এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। এদিকে, এই ঘটনার প্রতিবাদে উত্তরপাড়ার বিভিন্ন এলাকায় পোস্টার মেরেছে ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

আরও পড়ুন: নজরে সংগঠনের বিতণ্ডা, আজ দিল্লিতে সর্ব ভারতীয় সভাপতির সঙ্গে বঙ্গ বিজেপি সভাপতির বৈঠক