এবার থেকে পোস্টম্যান বাড়িতেই পৌঁছে দেবে ভোটার কার্ড, তাও একেবারে বিনামূল্যে
Voter Card: পোস্ট অফিসের মাধ্যমে তা প্রাপকের বাড়িতে পৌঁছবে। এত দিন পর্যন্ত বুথ লেভেল অফিসাররা (বিএলও) ভোটার কার্ড প্রাপকের বাড়িতে গিয়ে তা পৌঁছে দিতেন।
প্রদীপ্তকান্তি ঘোষ: আর ট্যাকের কড়ি খরচ করতে হবে না। বিনামূল্যেই মিলবে ভোটার কার্ড (Voter Card) বা এপিক। আর তা পৌঁছে যাবে বাড়িতেই।
কীভাবে তা সম্ভব? আর কেনই বা এই সিদ্ধান্ত?
পোস্ট অফিসের মাধ্যমে তা প্রাপকের বাড়িতে পৌঁছবে। এত দিন পর্যন্ত বুথ লেভেল অফিসাররা (বিএলও) ভোটার কার্ড প্রাপকের বাড়িতে গিয়ে তা পৌঁছে দিতেন। কিন্তু বিএলওরা সময় মতো পৌঁছে দিতেন না। অনেক ক্ষেত্রে বিএলও’র ইচ্ছা বা অনিচ্ছার উপরেই নির্ভর করতে হত প্রাপককে। তার সঙ্গে রয়েছে পর্যাপ্ত বিএলও’র অভাব। এসব কারণেই এই সিদ্ধান্ত বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
এ বিষয়ে কমিশনে সিদ্ধান্ত পাকা। তবে এই প্রক্রিয়া আরও কীভাবে মসৃণ করা যায়, তা নিয়ে পোস্টাল বিভাগের সঙ্গে আলোচনা করেছেন কমিশন কর্তারা।
উল্লেখ্য, এ রাজ্যে ডিজিট্যাল রেশন কার্ড গ্রাহকের বাড়িতে পৌঁছতে পোস্ট অফিসের উপর নির্ভর করেছিল খাদ্য দফতর। কিন্তু তা সময় মতো গ্রাহকের বাড়িতে পৌঁছায়নি বলেই অভিযোগ। নাজেহাল হতে হত সাধারণ মানুষকে।
তেমন সমস্যা আর হবে না তো ভোটার কার্ড পেতে? সে প্রশ্নের জবাবে কমিশন আধিকারিকরা বলছেন, ” এ রাজ্যে বিশেষ অনুমতিক্রমে কিছুদিন ধরে পোস্ট অফিসের মাধ্যমে দক্ষিণ কলকাতা জেলা নির্বাচন দফতর প্রাপকের বাড়িতে ভোটার কার্ড পৌঁছে দিচ্ছে। এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি।”
এ রাজ্যে বিএলও কেন্দ্রিক সমস্যার কারণে দক্ষিণ কলকাতায় কিছুদিন ধরেই পোস্টের মাধ্যমে ভোটার কার্ড পৌঁছচ্ছে প্রাপকের বাড়িতে। সেই প্রক্রিয়া এখনও পর্যন্ত সমস্যা মুক্ত বলেই দাবি কমিশন আধিকারিকদের।
কেন বলা হচ্ছে বিনামূল্যে? এতদিন পর্যন্ত ভোটার কার্ড সংশোধনের পরে তা পেতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২৫ টাকা দিতে হত। কিন্তু এবার থেকে আর কোনও অর্থই দিতে হবে না আম নাগরিককে।
আরও পড়ুন: ‘ভোটের হারের শোধ নিতেই বাংলায় পেট্রোলের দাম বাড়াচ্ছে কেন্দ্র’