Corona Update: কমল সংক্রমণ, কিন্তু আবার চোখ রাঙাচ্ছে ‘পজিটিভিটি রেট’

Corona Update: গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বাড়লেও পজিটিভিটি রেট ছিল ২-এর নীচে। সেটাই আবার বেড়ে ২ পার করেছে। শনিবারের বুলেটিন অনুযায়ী, পজিটিভিটি রেট ২.০১ শতাংশ।

Corona Update: কমল সংক্রমণ, কিন্তু আবার চোখ রাঙাচ্ছে 'পজিটিভিটি রেট'
দৈনিক সংক্রমণ হু হু করে বাড়ছে রাজ্যে (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2021 | 9:34 PM

কলকাতা :  গত কয়েক দিন ধরে একটানা করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৮০০ পার করছিল। তবে কিছুটা স্বস্তি দিয়ে সংক্রমণ নামল ৮০০-র নীচে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৫ জন। মৃতের সংখ্যা গতকালেক তুলনায় কিছুটা বেড়েছে। গতকাল ৯ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭৭৫ জন। সুস্থতার হার শতাংশের নিরিখে ৯৮.৩০।

তবে পজিটিভিটি রেট বেড়েছে আবারও। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বাড়লেও পজিটিভিটি রেট ছিল ২-এর নীচে। সেটাই আবার বেড়ে ২ পার করেছে। শনিবারের বুলেটিন অনুযায়ী, পজিটিভিটি রেট ২.০১ শতাংশ। গত একদিনে কোভিড-১৯’র নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ১১৭টি।

কলকাতাতে ফের একদিনের সংক্রমণ কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০১ জন।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২৯ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৩ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৫৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩১ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১০ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-৩।

আরও পড়ুন : ‘একটাও সিট জিতবে না শুভেন্দু’, ‘৫০ হাজার ভোটে হারবে নিশীথ’, ভাইরাল অডিয়ো ক্লিপে বিস্ফোরক সৌমিত্র