Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে বাঘ, একটি নয়, এক জোড়া…

Kolkata: শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আকাশপথে কলকাতায় এসে পৌঁছয় লারা এবং আকামাস নামে দুই সাইবেরিয়ান টাইগার। দু'জনেরই বয়স এক বছরের বেশি। এই দুই বাঘের বদলে সাইপ্রাসের চিড়িয়াখানায় ঠাঁই পেতে চলেছে দুটি রেড পান্ডা।

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে বাঘ, একটি নয়, এক জোড়া...
কলকাতায় নতুন অতিথি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 12:10 AM

কলকাতা: সাইপ্রাসের পাফস থেকে বিমানে কলকাতায় এসে পৌঁছল দুই সাইবেরিয়ান টাইগার। শীতের কলকাতা থেকে এবার তাদের গন্তব্য দার্জিলিং চিড়িয়াখানা। কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে অ্যাম্বুল্য়ান্সে তাদের নিয়ে যাওয়া হবে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে।

শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আকাশপথে কলকাতায় এসে পৌঁছয় লারা এবং আকামাস নামে দুই সাইবেরিয়ান টাইগার। দু’জনেরই বয়স এক বছরের বেশি। এই দুই বাঘের বদলে সাইপ্রাসের চিড়িয়াখানায় ঠাঁই পেতে চলেছে দুটি রেড পান্ডা।

কলকাতা বিমানবন্দর থেকে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্সে করে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে এই বাঘ দু’টিকে। তারপর সেখান থেকে আবার দু’টি ছোট এসি অ্যাম্বুল্যান্সে পদ্মজা নাইডু চিড়িয়াখানায় পৌঁছবে তারা।

বিমানে বিশেষ পদ্ধতিতে এই বাঘকে নিয়ে আসা হয়। বিশেষ বাক্স রয়েছে তাদের আনার জন্য। তাতে প্রয়োজনীয় যা কিছু, সবরকম সাপোর্ট সিস্টেমই রাখা থাকে। বিমানবন্দরের বাইরে স্পেশাল অ্যানিম্যাল অ্যাম্বুল্যান্স রাখা ছিল। রাখা ছিল নির্দিষ্ট খাঁচাও। তাতেই রাখা হয় বাঘ দু’টিকে।