Debjani Mukhopadhyay: ‘টাকা নিয়েছে শুভেন্দু-সুজন, বিবৃতি দিতে মেয়েকে চাপ দিচ্ছে সিআইডি’, বিস্ফোরক অভিযোগ দেবযানীর মা’র

Saradha Scam: সাংবাদিকদের শর্বরী বলেন, "আমার মেয়ে আমাকে জানিয়েছেন, শুভেন্দু অধিকারী বা সুজন চক্রবর্তীর সঙ্গে তাঁর কখনও সরাসরি কোনও কথা হয়নি।

Debjani Mukhopadhyay: 'টাকা নিয়েছে শুভেন্দু-সুজন, বিবৃতি দিতে মেয়েকে চাপ দিচ্ছে সিআইডি', বিস্ফোরক অভিযোগ দেবযানীর মা'র
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2022 | 4:59 PM

কলকাতা: সিআইডির (CID) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন সারদা কাণ্ডে (Saradha Scam) অন্যতম প্রধান অভিযুক্ত তথা সারদা কর্তা সুদীপ্ত সেনের প্রাক্তন ব্যক্তিগত সচিব দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছেন শর্বরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, অগস্ট মাসের শেষ দিকে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি দেবযানী মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিল সিআইডির একটি দল। সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী নগদ ৬ কোটি টাকা নিয়েছেন, একথা বলার জন্য এক সময়ের সুদীপ্তর ‘ছায়াসঙ্গী’ দেবযানীকে চাপ দেওয়া হচ্ছে। দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়ের অভিযোগ, সিআইডির তরফে তাঁর মেয়ের ওপর মানসিক চাপ তৈরি করা হচ্ছে। শর্বরী জানিয়েছেন, এই নিয়ে তিনি সিবিআইকে চিঠিও দিয়েছেন। শর্বরীর আশঙ্কা, সিআইডির কথা শুনে কাজ না করলে তাঁর মেয়েকে আরও মামলায় ফাঁসিয়ে দেওয়া হতে পারে।

সাংবাদিকদের শর্বরী বলেন, “আমার মেয়ে আমাকে জানিয়েছেন, শুভেন্দু অধিকারী বা সুজন চক্রবর্তীর সঙ্গে তাঁর কখনও সরাসরি কোনও কথা হয়নি। কিন্তু সিআইডির গোয়েন্দারা তাঁকে বলেছেন, শুভেন্দু ও সুজন তাঁর সামনে সুদীপ্ত সেনের থেকে টাকা নিয়েছেন, এ কথা বলতে হবে।” সিবিআইকে কেন তিনি চিঠি লিখেছেন, সাংবাদিকদের তরফে তাঁকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “এতদিন সিবিআই এই মামলার তদন্ত করছিল, হঠাৎ করে ১০ বছর পর কেন সিআইডি এই মামলা নিয়ে নাড়াচাড়া করছে তা বুঝতে পারছি না বলেই আমি চিঠি লিখেছি।” উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে জেলবন্দি সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ওই চিঠিতে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, বিমান বসু ও অধীর চৌধুরীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন সুদীপ্ত। সম্প্রতি আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের ক্যামেরার সামনে ‘শুভেন্দু প্রচুর টাকা নিয়েছেন’ বলে অভিযোগ করেন সুদীপ্ত সেন।

শর্বরীর করা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে সিআইডি। সিবিআইকে শর্বরীর লেখা চিঠি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে টুইট করে বলেন, “লজ্জা! যে সিআইডির এক সময় অন্য মর্যাদা ছিল, তারা আজ পিসি-ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। বিরোধী নেতাদের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য বিচারাধীন বন্দিদের ভয় দেখিয়ে ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে অপরাধ করছে সিআইডি।”