Rajesh Mahato: রাজেশ মাহাতর বদলির সিদ্ধান্ত প্রত্যাহার, লোকসভা ভোটের আগে কুড়মিদের শান্ত করতেই নয়া স্ট্র্যাটেজি?

Rajesh Mahato: প্রসঙ্গত, কিছুদিন আগেই আবার ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। হয় বৈঠক। সেই বৈঠক বেশ ফলপ্রসূও হয় বলে জানা যায়।

Rajesh Mahato: রাজেশ মাহাতর বদলির সিদ্ধান্ত প্রত্যাহার, লোকসভা ভোটের আগে কুড়মিদের শান্ত করতেই নয়া স্ট্র্যাটেজি?
বদলির সিদ্ধান্ত প্রত্যাহার ঘিরে নয়া চর্চাImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 10:50 PM

কলকাতা: কুড়মি নেতা রাজেশ মাহাতর বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল শিক্ষা দফতর। তা নিয়েই এবার নয়া শোরগোল শিক্ষা মহলে। প্রসঙ্গত, জাতিসত্তার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুড়মি সমাজের মানুষেরা। কিছুদিন আগেই ৫ নম্বর জাতীয় সড়ক দিয়ে গড় শালবনি হয়ে যাচ্ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়। সেখানেই তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন কুড়মিরা। কনভয়ে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদাও। তাঁর গাড়িতেও ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। ভাঙে গাড়ির কাচ। কনভয়ের পিছনে থাকা তৃণমূল কর্মীদের উপরেও হামলা করা হয় বলে অভিযোগ। এ ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে।

এ ঘটনার পরেই কুড়মি নেতা রাজেশ মাহাতকে উত্তরবঙ্গে বদলি করেছিল শিক্ষা দফতর। আগে তিনি খড়্গপুরের বনপুর হাইস্কুলের ইংরেজির শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কোচবিহারের সিতাইয়ের চামতা আদর্শ হাইস্কুলে। অনেকেই দুইয়ে দুইয়ে চার করে বলতে থাকেন, ওই ঘটনার শাস্তি হিসাবেই তাঁকে বদলি করে দেওয়া হয়েছে। এবার ফের সেই বদলির নির্দেশই প্রত্যাহার করল শিক্ষা দফতর। সূত্রের খবর, শীঘ্রই তিনি ফিরতে চলেছেন পুরনো স্কুলেই। এখানেই উঠেছে একাধিক প্রশ্ন। সামনেই লোকসভা ভোট। তবে কী লোকসভা ভোটের আগে কুড়মিদের শান্ত করতে, শান্তির বার্তা দিতেই বদলির সিদ্ধান্ত প্রত্য়াহার করা হল? 

প্রসঙ্গত, কিছুদিন আগেই আবার ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। হয় বৈঠক। সেই বৈঠক বেশ ফলপ্রসূও হয়েছিল বলে জানা যায়। সূত্রের খবর, ছিলেন রাজেশ মাহাতোও। যা নিয়ে তীব্র কটাক্ষ করে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেছিলেন, “ট্রান্সফার করে দিতেই মমতার পা ধরছেন। রাজেশ মাহাতো বিক্রি হতে পারে। কিন্তু, কুড়মিরা বিক্রি হওয়ার লোক নয়।” তাঁর এ মন্তব্য নিয়েও বিস্তর শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে।