কোভিডের বাড়বাড়ন্তে ঘাবড়ে গেল ডেঙ্গি? গত দেড় বছরের পরিসংখ্যানে তেমনই ইঙ্গিত

কোভিড (COVID-19) আবহে ডেঙ্গির মশা মারতে পাড়ায় পাড়ায় কামান দাগার ছবিটা অমিল। ফগিং মেশিনের জায়গা নিয়েছে জীবাণুনাশ করার যন্ত্র।

কোভিডের বাড়বাড়ন্তে ঘাবড়ে গেল ডেঙ্গি? গত দেড় বছরের পরিসংখ্যানে তেমনই ইঙ্গিত
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 20, 2021 | 7:17 AM

কলকাতা: কোভিডের (COVId-19) আগমনে ডেঙ্গি কি কম পড়িল? আপাতত এই প্রশ্নই প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজ্যের স্বাস্থ্য-মানচিত্রে। গত দেড় বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে কমেছে। এই সংখ্যাটা দেড় বছর আগেও ছিল ৫০ হাজার। এখন তা অকল্পনীয় হারে নেমেছে। কী কারণে এই ডেঙ্গি-পতন?

কোভিড আবহে ডেঙ্গির মশা মারতে পাড়ায় পাড়ায় কামান দাগার ছবিটা অমিল। ফগিং মেশিনের জায়গা নিয়েছে জীবাণুনাশ করার যন্ত্র। আর সেখানেই উঠছে প্রশ্ন। কোভিডের আগমনে ডেঙ্গি কি উধাও হয়ে গেল? স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২০১৯ সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজারের বেশি। ২০২০ সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমে হয় ৫ হাজার ১৯১। ২০২১ সালের জুন পর্যন্ত মাত্র ২৩৪ জনের দেহে ডেঙ্গির উপস্থিতি পাওয়া গিয়েছে। কোভিডের কারণেই কি ডেঙ্গির দাপট কমল?

বিশেষজ্ঞরা বলছেন, গত দেড় বছরে ডেঙ্গির প্রাদুর্ভাব কমার অন্যতম কারণ হতে পারে কড়া বিধি নিষেধ, লকডাউন। কারণ এর জেরে বহু কনস্ট্রাকশনের কাজকর্ম বন্ধ। আর এই কনস্ট্রাকশন সাইটগুলি জমা জলের অন্যতম ঘাঁটি। সেখানে প্রচুর মশা হয়। অন্যদিকে মানুষ ঘরে সময় দিচ্ছেন বেশি। ফলে বাড়ির চারপাশ স্বচ্ছ রাখার সুযোগ পাচ্ছেন তাঁরা। ঘরে বা আশেপাশে জল জমছে কি না নজরদারি অনেক বেশি হচ্ছে।

তবে লকডাউনে ডেঙ্গির প্রকোপ কমেছে বলে যেমন কেউ কেউ দাবি করছেন, একই সঙ্গে এমনও মনে করা হচ্ছে করোনার কারণে ডেঙ্গির পরীক্ষা কমেছে। গত দেড় বছরে করোনা ও ডেঙ্গির জোড়া আক্রমণে মৃত্যু হয়েছে, এমন নজিরও রয়েছে। কিন্তু মৃত্যুর কারণ হিসাবে কোভিডের উল্লেখ থাকায় পিছনের সারিতে থেকে গিয়েছে ডেঙ্গির প্রভাব।

আরও পড়ুন: করোনা কেড়েছে কাজ, ভরসন্ধ্যায় হঠাৎই কারখানায় ঢুকে মালিকের উপর হামলা

যদিও এ নিয়ে চিকিৎসকদের একাংশই বলছেন, ডেঙ্গির উপসর্গ নিয়ে এখন অনেক কম মানুষ হাসপাতালে আসছেন। পরীক্ষা করানো হলেও রিপোর্ট নেগেটিভ আসছে। তবে সচেতনতাকে কোনও ভাবেই দূরে ঠেলা যাবে না, পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।