Dengue: ডেঙ্গি রোধে ৯ টি পদক্ষেপ, নবান্নে স্বাস্থ্য দফতরের কর্তাদের বৈঠক

Dengue: ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গি সচেতনতা প্রচারে জোর দেওয়া হচ্ছে। নভেম্বরেও ডেঙ্গি উদ্বেগের ইঙ্গিতবাহী বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সংগঠন, অ্যাসোসিয়েশন, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করবেন প্রতিটি কাউন্সিলর।

Dengue: ডেঙ্গি রোধে ৯ টি পদক্ষেপ, নবান্নে স্বাস্থ্য দফতরের কর্তাদের বৈঠক
প্রতিকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 3:50 PM

কলকাতা: ডেঙ্গি নিয়ন্ত্রণে সমস্যার চতুর্ভুজে কাবু রাজ্য প্রশাসন। শনিবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা নিয়ে জেলা প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করে নবান্ন। সূত্রের খবর, সেই বৈঠকে মূলত চারটি বিষয়কে উদ্বেগ হিসাবে দেখানো হয়েছে।

কী সেই চারটি বিষয়?

জ্বর-জড়িত সমস্যা ডেঙ্গি সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সাড়ে চার শতাংশের বেশি সংক্রমণের হাত ধরে বাড়ছে হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা।

নতুন নতুন জায়গায় ছড়াচ্ছে সংক্রমণ। সাফাইয়ের পরিকাঠামো‌ বিহীন গ্রামেও হানাদারি এডিস ইজিপ্টাইয়ের

আক্রান্ত ৪৬ হাজারের বেশি। মৃত্যু পঞ্চাশ ছুঁইছুঁই। তবুও অসচেতন নাগরিক।

বিপদ সঙ্কেত পেয়েও হাসপাতালে ডেঙ্গি আক্রান্তকে ভর্তি করতে অনীহা পরিজনের।

ডেঙ্গি রোধে ৯ টি পদক্ষেপ করা হয়েছে। মৃত্যু ঠেকাতে এম আর বাঙুরের চিকিৎসায় বিশেষ নজর দিয়েছে নবান্ন। পুরসভাগুলিকে ভেক্টর কন্ট্রোলে যুক্ত ৬৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ১২৭ পুরসভার মধ্যে ৫৫ পুরসভায় ডেঙ্গির বিপদসঙ্কেত। এখানে প্রয়োজনে এজেন্সি দিয়ে জঞ্জাল সাফাইয়ের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পঞ্চায়েত, ব্লক স্তরে জঞ্জাল সাফাইয়ের পরিকাঠামো নির্মাণ করতে বলা হয়েছে।

৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গি সচেতনতা প্রচারে জোর দেওয়া হচ্ছে। নভেম্বরেও ডেঙ্গি উদ্বেগের ইঙ্গিতবাহী বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সংগঠন, অ্যাসোসিয়েশন, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করবেন প্রতিটি কাউন্সিলর। ৫ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার ভাবনা রয়েছে।

‘আশ্বাস’ নামে নতুন মডেলে ডেঙ্গি নিয়ন্ত্রণ করার ভাবনা রয়েছে কর্তাদের। ৩-১০ অক্টোবরের মধ্যে ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে প্রতিটি পুজো কমিটির সঙ্গে বৈঠক করা হবে। কোভিডের ধাঁচে ডেঙ্গির জন্য পৃথক কল সেন্টারও খোলা হবে।