Sukanta Majumdar: আগে তো তৃণমূলের সংগঠন করতেন? মেনে নিয়ে সুকান্ত বললেন, ‘বামপন্থী সদস্য হতাম না’

Sunakta Majumdar WEBCUPA: অনেকেই জানেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত। সেই সময় তিনি ওয়েবকুপা-র সদস্য ছিলেন বলে জানা যায়। সেই সদস্যপদেরই ব্যাখ্যা দিলেন সুকান্ত।

Sukanta Majumdar: আগে তো তৃণমূলের সংগঠন করতেন? মেনে নিয়ে সুকান্ত বললেন, ‘বামপন্থী সদস্য হতাম না’
রাজনৈতিক সমীকরণ সম্পর্কে সুকান্তImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 4:21 PM

কলকাতা: গত বছর একটি আবেদনপত্রের ছবি প্রকাশ্যে এসেছিল, যাতে আবেদনকারীর নাম ছিল সুকান্ত মজুমদার। আর সেটি ছিল তৃণমূলের অধ্যাপক সংগঠন WEBCUPA (ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশন)-র সদস্যপদ গ্রহণের আবেদনপত্র। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ, যাঁর মুখে তৃণমূল বিরোধিতার কথা হামেশাই শোনা যায়, তিনি তৃণমূলের সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলেন? এ কথা বিশ্বাস করতে অসুবিধা হয়েছিল অনেকেরই। যদিও সেই ঘটনা প্রায় এক দশক আগের, তবু প্রশ্ন তো ওঠেই। TV9 বাংলার মুখোমুখি হয়ে সেই ঘটনার ব্যাখ্যা দিলেন সুকান্ত মজুমদার।

অনেকেই জানেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত। সেই সময় তিনি ওয়েবকুপা-র সদস্য ছিলেন বলে জানা যায়। সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে জানিয়েছেন, কোনও বিশ্ববিদ্যালয়ে চাকরি করলে কোনও না কোনও সংগঠনের সদস্য হতে হয়। তাঁর দাবি, তিনি যখন বিশ্ববিদ্যালয়ে চাকরি পান, তখন ওয়েবকুপা ঠিক কী, সে ব্যাপারে তেমন কোনও ধারণা ছিল না তাঁর।

সুকান্ত বলেন, “ওয়েবকুপার লোকজন যখন সদস্য পদ নিতে বলল, তখন ভেবেছিলাম WBGCTA-এর মতো কোনও সংগঠন।” উল্লেখ্য, WBGCTA বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন হল অধ্যাপকদের একটি অ-রাজনৈতিক সমিতি। সুকান্ত বলেন, “যখন জানতে পারলাম ওয়েবকুপা কী, তখন আর কোনও যোগাযোগ রাখিনি।” পরবর্তীতে তিনি বিজেপি পন্থী সংগঠন করতেন বলে জানিয়েছেন সাংসদ।

তবে সুকান্ত বুঝিয়ে দিয়েছেন, তৃণমূল পন্থী সংগঠন করলেও বামপন্থী সংগঠন তিনি কখনই করেননি। কারণ বাম-বিজেপির আদর্শগত বিরোধ রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমাকে এবিটিএ-র সদস্য হতে বলা হয়েছিল। কিন্তু আমি কোনও বামপন্থী সংগঠনের সদস্যপদ নিতে পারি না। কারণ আদর্শগতভাবে তৃণমূল আর সিপিএম-এর মধ্যে সিপিএম আমাদের সবথেকে বড় শত্রু। তারা আমাদের আদর্শের বিরুদ্ধে কথা বলে।”