TMC: গিরিরাজ সিংকে চিঠি ডেরেকের, ৩ অক্টোবর দেখা করতে চান মমতা-অভিষেকরা

TMC: চিঠিতে ডেরেক লেখেন, 'মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের আওতাধীন ১০০ দিনের কাজের টাকায় বাংলায় বঞ্চিত। এই বঞ্চনা দীর্ঘদিন ধরে চলে আসছে। সুবিধা পাচ্ছেন না গ্রামীণ আবাস যোজনার উপভোক্তারাও।'

TMC: গিরিরাজ সিংকে চিঠি ডেরেকের, ৩ অক্টোবর দেখা করতে চান মমতা-অভিষেকরা
কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চায় তৃণমূলের প্রতিনিধি দল। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 8:09 PM

কলকাতা: কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রতিনিধিদল দেখা করতে চায়। ৩ অক্টোবর দেখা করতে চায় তৃণমূলের প্রতিনিধি দল। শনিবার এই মর্মে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি লেখেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

চিঠিতে ডেরেক লেখেন, ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের আওতাধীন ১০০ দিনের কাজের টাকায় বাংলায় বঞ্চিত। এই বঞ্চনা দীর্ঘদিন ধরে চলে আসছে। সুবিধা পাচ্ছেন না গ্রামীণ আবাস যোজনার উপভোক্তারাও। আপনার নিশ্চয়ই মনে আছে গত ৫ এপ্রিল কৃষি ভবনে আমাদের সাংসদদের প্রতিনিধিদল গিয়েছিল। তবে কথা বলার সুযোগ পাইনি।’

প্রসঙ্গত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এর আগেও কেন্দ্রের দ্বারস্থ হয়েছে তৃণমূল। গত ৫ এপ্রিল কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর দফতরে গেলেও দেখা হয়নি গিরিরাজ সিংয়ের সঙ্গে। এরপর ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ‘দিল্লি চলো’র ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে দিল্লি যাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই ৫০ হাজার কর্মী, সমর্থকের থাকার ব্যবস্থা করতে রাজধানীর রামলীলা ময়দান চায় তারা। যদিও সে অনুমতি এখনও মেলেনি। এরইমধ্যে ডেরেকের চিঠি কেন্দ্রীয় মন্ত্রীকে। প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা।