CM Mamata Banerjee: ধনঞ্জয়ের তো ফাঁসি হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে এসব হতো: মমতা
CM Mamata Banerjee: ঘটনার পরেই এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, তিনি কী একাই অভিযুক্ত? ঘটনার নেপথ্যে আর কারও যোগ নেই? ফরেনসিক বিশেষজ্ঞ থেকে নামজাদা সব চিকিৎসকেরা বারবার বলেছেন এ ঘটনা একজনের কাজ হতে পারে না।
কলকাতা: মমতা সময় দিয়েছিলেন রবিবারের ডেডলাইন। যদিও তার আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে চলে গিয়েছে আরজি কর কাণ্ডের তদন্তভার। জোরকদমে শুরুও হয়ে গিয়েছে তদন্ত কলকাতা পুলিশ আবার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে সিবিআইয়ে তাঁদের কোনও আপত্তি নেই। তদন্ত সহযোগিতা করতেও তাঁরা সদা প্রস্তুত। একই সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এদিন ফের বললেন, “আমরা সিবিআই-কে সাহায্য করব। আমার কোনও আপত্তি নেই। আমাদের পুলিশের টিম বেস্ট। হাইকোর্ট সিবিআই দিয়েছে। আমাদের দিতে হল না।”
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে শুরু থেকে প্রশ্ন উঠেছে পুলিশি তদন্ত নিয়ে। যদিও কমিশনার বলেছেন, তাঁরা লুকানোর কিছুই চেষ্টা করেননি। সবটাই নাকি জলের মতো পরিষ্কার। মমতা এখন বলছেন, “আমার সঙ্গে পুলিশ কমিশনার কথা বলেছেন। সারা রাত আমি ঘুমাইনি। এক মাসের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। বারো ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে।”
প্রসঙ্গত, ঘটনার পরেই এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, তিনি কী একাই অভিযুক্ত? ঘটনার নেপথ্যে আর কারও যোগ নেই? ফরেনসিক বিশেষজ্ঞ থেকে নামজাদা সব চিকিৎসকেরা বারবার বলেছেন এ ঘটনা একজনের কাজ হতে পারে না। সোশ্যাল মিডিয়ায় আবার ধৃত ব্যক্তির সঙ্গে ধনঞ্জয়ের নাম জুড়েই নানা পোস্ট ছড়াতে শুরু করেছে। এখন মমতা বলছেন, “আমি চট করে কিছু করতে পারি না। ধনঞ্জয়ের তো ফাঁসি হয়েছিল। আজ সাক্ষী বলছে আমি শেখানো বুলি বলেছি। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে এসব হতো। মীরা ভট্টাচার্য বলেছিল ধনঞ্জয়ের ফাঁসি চাই।”