Dilip Ghosh: ‘পচা গঙ্গার ধারে থাকে, গঙ্গার গুরুত্ব কী বুঝবে?’, মমতাকে কটাক্ষ দিলীপের
Dilip Ghosh: গতকাল গোয়ার সভা থেকে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতাকে জবাব দিলেন দিলীপ ঘোষ।
কলকাতা : ভোট এলেই গঙ্গায় ডুব দেন। গোয়ার সভা থেকে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, করোনার সময় সেই গঙ্গাতেই মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়, গঙ্গাকে অপবিত্র করা হয়। তৃণমূল নেত্রীর সেই মন্তব্যের কড়া জবাব দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, যাঁর বাড়ির পাশে পচা গঙ্গা রয়েছে, তিনি কী বুঝবেন গঙ্গার গুরুত্ব?
বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ করোনাকালে কী কষ্ট পেয়েছেন, সেটা এখানকার মানুষই জানেন। মোদীজি হচ্ছেন পরিত্রাতা। উনি দেশের ১৪০ কোটি লোককে ফ্রি-তে খাইয়েছেন, বাঁচিয়েছেন। সারা বিশ্ব আজ সে কথা স্বীকার করেছে।’ দিলীপের কথায়, মমতা শুধুই প্রতিশ্রুতি দিয়েছেন। মোদীর পাঠানো সাহায্য নিয়ে মমতা রাজনীতি করেছেন বলেও দাবি করেন তিনি।
গত সোমবার কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ললিতা ঘাটে গঙ্গায় ডুব দিয়ে তারপরই বিশ্বনাথের পুজো করেন মোদী। গোটা দেশ জুড়ে পালিত হয় ‘দিব্য কাশী ভব্য কাশী’। মন্দিরে মন্দিরে পুজো দেন বিজেপি নেতারা। মঙ্গলবার সেই প্রসঙ্গ গোয়ার জনসভা থেকে নাম না করে মমতা বলেন, ‘ভোট এলেই গঙ্গায় ডুব দেয়, ভোট এলে উত্তরাখণ্ডের মন্দিরে গিয়ে বসে থাকে। আর করোনার সময় সেই গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দেয়। গঙ্গাকে অপবিত্র করে।’ তারই জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘যার যেরকম সংস্কার, সে সেরকম বলেছে। পচা গঙ্গার ধারে থাকে সে গঙ্গা জলের গুরুত্ব কী বুঝবে?’
এ দিন সিঙ্গুরে আন্দোলন নিয়ে তৃণমূলের করা কটাক্ষেরও জবাব দিয়েছেন তিনি। সিঙ্গুরের আন্দোলনকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেছেন, ‘ওরা বুথে নেই, তাই সিঙ্গুরে আন্দোলনে রয়েছে।’ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘সিঙ্গুরের লোক লোকসভা ভোটে ৩০-৩৫ হাজার ভোটে হারিয়েছিল ওদের। সিগনাল দিয়েছিল যে, ওদের চালাকি এবং বিশ্বাসঘাতকতা ভালোভাবে নিচ্ছে না মানুষ। পুলিশ এবং গুন্ডা দিয়ে কিছুদিন লোকের মুখ বন্ধ করে রাখা যায়, কিন্তু এ ভাবে চলে না। মানুষ যদি ওদের সঙ্গে থাকত তাহলে কেন ভয় পেতেন? কেন নির্বাচন করতে ভয় পাচ্ছেন?’ বিজেপি সাংসদের কথায়, গুন্ডা দিয়ে জিততে হবে, মানুষের ভোট পাবে না।
আরও পড়ুন : Weather Update: আজও ঝলমলে আকাশ, জাঁকিয়ে পড়েছে শীত! বৃষ্টির কি কোনও সম্ভাবনা? স্পষ্ট করল আবহাওয়া দফতর