Dilip Ghosh On Sealdah Metro: ‘কেন্দ্র বানিয়েছে, উদ্বোধনও করবে, বেশ করেছে ডাকেনি’, শিয়ালদা মেট্রো উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ না করার পক্ষে সওয়াল দিলীপের

Dilip Ghosh On Sealdah Metro: দিলীপ ঘোষের আরও কটাক্ষ, "প্রশাসনিক বৈঠক টাকে পার্টি বৈঠক করে নিয়েছে। সেখানে কেন ডাকবে না আমাদের? আমরা নির্বাচিত প্রতিনিধি। সেই জন্য ওঁর সঙ্গে এরকমই ব্যবহার করা ঠিক।"

Dilip Ghosh On Sealdah Metro: 'কেন্দ্র বানিয়েছে, উদ্বোধনও করবে, বেশ করেছে ডাকেনি', শিয়ালদা মেট্রো উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ না করার পক্ষে সওয়াল দিলীপের
শিয়ালদা মেট্রো নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2022 | 1:21 PM

কলকাতা: “কেন্দ্র টাকা দিয়েছে, বানিয়ে দিয়েছে। উদ্বোধন করবে। আমি বলব ঠিক করেছে কেন্দ্র। কোনওদিন যেন না ডাকে।” শিয়ালদা মেট্রো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে বললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মেট্রোর উদ্বোধন ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত এখন তুঙ্গে। সোমবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রোর সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই উদ্বোধন ঘিরে বেঁধেছে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মধ্যে কেন রেলের অনুষ্ঠান? প্রশ্ন তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল। দিলীপ ঘোষের দাবি, কেন্দ্রের টাকায় প্রকল্প, তাই উদ্বোধন কেন্দ্রীয় মন্ত্রীর।

রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে বিজেপির জনপ্রতিনিধিরা কেন আমন্ত্রণ পান না সেই প্রশ্ন তুলেও সরব হয়েছেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সরকারের কোনও সৌজন্যবোধ নেই। এখানে রাজ্য সরকারের এত অনুষ্ঠান হয়। প্রশাসনিক বৈঠক হয়, কোনদিন ভুল করে আমাদের একটা চিঠি দিয়েছে জানিয়েছে আপনারা আসুন? আমরা তো নির্বাচিত প্রতিনিধি সাধারণ মানুষের আমাদের দেখেছে। এখানকার উন্নয়নে আমাদের অংশগ্রহণ ও মতামতের প্রয়োজন আছে। অধিকার আছে তৃণমূল কোনদিন ডাকে না।”

দিলীপ ঘোষের আরও কটাক্ষ, “প্রশাসনিক বৈঠক টাকে পার্টি বৈঠক করে নিয়েছে। সেখানে কেন ডাকবে না আমাদের? আমরা নির্বাচিত প্রতিনিধি। সেই জন্য ওঁর সঙ্গে এরকমই ব্যবহার করা ঠিক।”

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি শিয়ালদা মেট্রো উদ্বোধন করবেন। কিন্তু তাতে নিমন্ত্রণ পাননি রাজ্যের কোনও মন্ত্রী, এমনকি খোদ মুখ্যমন্ত্রীও। উল্লেখ্য, ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী হয়েছিলেন, তখন বাংলার তৎকালীন সরকার মেট্রো রেল করার জন্য জমি-সহ বাকি সমস্ত বন্দোবস্ত করে দিয়েছিল। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো সম্প্রসারণের একটি অংশ উদ্বোধন করেছিলেন। কিন্তু সে সময়েও তিনি রাজ্যের কোনও মন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেই ঘটনারই পুনরাবৃত্তি হল এবার।