কোথায় কত আক্রান্ত, করোনা কাড়ল কতজনের প্রাণ? জেলাওয়াড়ি পরিসংখ্যান এক ক্লিকে

সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

কোথায় কত আক্রান্ত, করোনা কাড়ল কতজনের প্রাণ? জেলাওয়াড়ি পরিসংখ্যান এক ক্লিকে
অলঙ্করণ-অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2021 | 12:02 AM

কলকাতা: লাগামছাড়া করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। সংক্রমণের সঙ্গে মরণ-গ্রাফও ভাবাচ্ছে। শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু। করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার- গতকাল আক্রান্ত ১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৬ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৯ জন। মঙ্গলবার মৃত-১, বুধবার মৃত- ০।

কোচবিহার- গতকাল আক্রান্ত ২৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৫ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩১ জন। মঙ্গলবার মৃত-১, বুধবার মৃত-১।

দার্জিলিং- গতকাল আক্রান্ত ৬৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬১ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪৯ জন। মঙ্গলবার মৃত-৬, বুধবার মৃত-৪।

কালিম্পং- গতকাল আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মঙ্গলবার মৃত-১, বুধবার মৃত-০।

জলপাইগুড়ি- গতকাল আক্রান্ত ৭৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪৯ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১৮ জন। মঙ্গলবার মৃত-১৪, বুধবার মৃত-৯।

উত্তর দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪২ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৬ জন। মঙ্গলবার মৃত-২, বুধবার মৃত-৪।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৪ জন। মঙ্গলবার মৃত-১, বুধবার মৃত-৫।

মালদহ-গতকাল আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৫ জন। মঙ্গলবার মৃত-০, বুধবার মৃত-০।

মুর্শিদাবাদ- গতকাল আক্রান্ত ২৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭৭ জন। মঙ্গলবার মৃত-২, বুধবার মৃত-৭।

নদিয়া- গতকাল আক্রান্ত ৮৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০০৩ জন। মঙ্গলবার মৃত-২, বুধবার মৃত-৭।

বীরভূম- গতকাল আক্রান্ত ৩৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭১ জন। মঙ্গলবার মৃত-৫, বুধবার মৃত-৪।

পুরুলিয়া- গতকাল আক্রান্ত ১০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৮ জন। মঙ্গলবার মৃত-০, বুধবার মৃত-৩।

ALL-RESULT (2)

অলংকরণ- অভীক দেবনাথ

বাঁকুড়া- গতকাল আক্রান্ত ৫৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬৭ জন। মঙ্গলবার মৃত-১০, বুধবার মৃত-৪।

ঝাড়গ্রাম- গতকাল আক্রান্ত ১৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২১ জন। মঙ্গলবার মৃত-০, বুধবার মৃত-০।

পশ্চিম মেদিনীপুর- গতকাল আক্রান্ত ৬৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১৫ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১৭ জন। মঙ্গলবার মৃত-৫, বুধবার মৃত-২।

পূর্ব মেদিনীপুর- গতকাল আক্রান্ত ৮৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫৫ জন। মঙ্গলবার মৃত-০, বুধবার মৃত-০।

পূর্ব বর্ধমান- গতকাল আক্রান্ত ৪২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১৩ জন। মঙ্গলবার মৃত-০, বুধবার মৃত-০।

পশ্চিম বর্ধমান- গতকাল আক্রান্ত ৭১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১৩ জন। মঙ্গলবার মৃত-৬, বুধবার মৃত-৬।

হাওড়া- গতকাল আক্রান্ত ১১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৮৭ জন। মঙ্গলবার মৃত-৮, বুধবার মৃত-১১।

হুগলি- গতকাল আক্রান্ত ৬৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৮৪ জন। মঙ্গলবার মৃত-৪, বুধবার মৃত-৪।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৩৪৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪২৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৪২ জন। মঙ্গলবার মৃত-৪৬, বুধবার মৃত-৩৭।

দক্ষিণ ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২০২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬৫ জন। মঙ্গলবার মৃত-১০, বুধবার মৃত-১৫।

কলকাতা- গতকাল আক্রান্ত ২৯৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৭৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭১৯ জন। মঙ্গলবার মৃত-৩৩, বুধবার মৃত-৩০।

অন্যদিকে, বুধবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ৭১ জন। সুস্থতার হার ৮৯.৫২ শতাংশ।

আরও পড়ুন: রাজ্যে দ্রুত নামছে সংক্রমণের গ্রাফ, ৩ হাজার কমল সক্রিয় রোগীর সংখ্যা, মৃত্যু তবু ১৫০ পার