রাজ্যে দ্রুত নামছে সংক্রমণের গ্রাফ, ৩ হাজার কমল সক্রিয় রোগীর সংখ্যা, মৃত্যু তবু ১৫০ পার
দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও মাথাব্যথার কারণ হয়ে রয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের জন্য। বুধবার ফের একবার রাজ্যের দৈনিক মৃত্যুর সংখ্যা ১৫০ পেরিয়েছে।
কলকাতা: রাজ্যের ও শহরের করোনা সংক্রমণের হার বেশ দ্রুত হারে কমছে। মঙ্গলবারের পর বুধবারও ফের একবার কমল বঙ্গের দৈনিক আক্রান্তের সংখ্যা। বেড়েছে সুস্থতার হার। ফলে স্বস্তির ইঙ্গিত মিলছে অবশ্যই। কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও মাথাব্যথার কারণ হয়ে রয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের জন্য। বুধবার ফের একবার রাজ্যের দৈনিক মৃত্যুর সংখ্যা ১৫০ পেরিয়েছে।
বুধবারের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছেন। যা গত কালকের তুলনায় অনেকটাই কম। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১৭ হাজার ৫ জন। মঙ্গলবারের তুলনায় মৃত্যু সামান্য কমলেও এখনও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। রাজ্যে এ দিন করোনায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল সংখ্যাটা ছিল ১৫৭। রাজ্যে সক্রিয় আক্রান্তদের সংখ্যা প্রায় ৩ হাজার কমে এ দিন হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৫৮৫। সুস্থহার হার বেড়ে হয়েছে ৮৯.৫২ শতাংশ।
আরও পড়ুন: ইয়াসে বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা, ধ্বংস ১০ হাজারের বেশি বাড়ি
যদিও দৈনিক নমুনা পরীক্ষার হারে খুব একটা অগ্রগতি লক্ষ্য করা যায়নি। গতকাল ৬৬ হাজার ১২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। আজ তা আরও কমে হয়েছে ৬৩ হাজার ৯৭৬। পজিটিভিটির হার বর্তমানে ২৫ শতাংশ। কলকাতা এবং উত্তর ২৪ পরগনার দৈনিক আক্রান্তের সংখ্যাও দ্রুত হারে কমছে। ক’দিন আগে পর্যন্তও দুই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০০০-এর দোরগোড়ায় ছিল। কলকাতায় সেই সংখ্যা তা আজ কমে হয়েছে ২,৩৭৮। মৃত্যু হয়েছে ৩০ জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৩,৪২৭। মৃত্যু হয়েছে ৩৭ জনের।
আরও পড়ুন: প্রথমে যাবেন সাগরে, এরপর পূর্ব মেদিনীপুরে, ইয়াসের বিপর্যয় বুঝতে লাগাতার বৈঠক মমতার