Fraud Case: গুগলে পাওয়া ফোন নম্বরে ডাক্তার বুকিং, হয়ে গেল বিরাট সর্বনাশ!

Bidhannagar: পুলিশ সূত্রে খবর, প্রতারিত ব্যক্তির নাম কল্লোল সান্যাল। গত ২১ এপ্রিল বাগুইআটি এলাকার বাসিন্দা কল্লোলবাবু বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন।

Fraud Case: গুগলে পাওয়া ফোন নম্বরে ডাক্তার বুকিং, হয়ে গেল বিরাট সর্বনাশ!
জামতারা গ্যাং-এর সদস্য (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2022 | 2:43 PM

বিধাননগর: গুগল থেকে চিকিৎসকের নম্বর খুঁজছিলেন। সেই মতো নম্বর পেয়েও যান। বুকিংও করেন। তবে  বুকিং এর পর হল বিপত্তি। পেমেন্ট করতে গিয়ে এক নিমেশে উধাও অ্যাকাউন্টের সব টাকা। সেই ঘটনার তদন্তে নামে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা যায়, সাইবার প্রতারণায় যুক্ত জামতারা গ্যাং। ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে।

পুলিশ সূত্রে খবর, প্রতারিত ব্যক্তির নাম কল্লোল সান্যাল। গত ২১ এপ্রিল বাগুইআটি এলাকার বাসিন্দা কল্লোলবাবু বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। তিনি জানান, চিকিৎসার জন্যে গুগুলে চিকিৎসকের খোঁজ চালাচ্ছিলেন। সেখান থেকেই একটি ফোন নম্বর পান। এরপর সেই নম্বরে ফোন করে যোগাযোগ করলে তাঁকে চিকিৎসক বুকিং করতে বলা হয়। সেই বুকিংয়ের টাকা পাঠানোর সময় তার অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও হয় যায় বলে অভিযোগ করেন তিনি।

গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে এই প্রতারণা চক্র চালানো হচ্ছে জামতারা থেকে। জামতারা এলাকায় হানা দিয়ে গতকাল মহম্মদ উসমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এরপর বৃহস্পতিবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।