অটো খুঁজে কর মকুবের প্রচার করতে হবে না চিকিৎসকদের, নতুন বার্তা স্বাস্থ্য বিভাগের

এই বার্তার আসার পর থেকেই রাগে রীতিমতো ফুঁসছিলেন পুর চিকিৎসকরা। TV9 ডিজিটালে সেই খবর প্রচার হওয়ার পরই নড়েচরে বসল পুরসভা।

অটো খুঁজে কর মকুবের প্রচার করতে হবে না চিকিৎসকদের, নতুন বার্তা স্বাস্থ্য বিভাগের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 11:06 PM

সৌরভ দত্ত: কর মকুবের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে কিনা অটো খুঁজে প্রচার করতে হবে ডাক্তারদের! বৃহস্পতিবার পুর চিকিৎসকদের (Doctors) হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান স্বাস্থ্য বিভাগের সিএমওএইচ (৩) সুব্রত রায় চৌধুরী। এই বার্তা আসার পর থেকেই রাগে রীতিমতো ফুঁসছিলেন পুর চিকিৎসকরা। TV9 ডিজিটালে সেই খবর প্রচার হওয়ার পরই নড়েচরে বসল পুরসভা।

শনিবার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই স্বাস্থ্য বিভাগের (KMC) সিএমওএইচ (৩) সুব্রত রায় চৌধুরী নতুন বার্তায় জানিয়েছেন, পুর চিকিৎসকদের আর অটোয় করে মাইকিং করতে হবে না। প্রচার প্রক্রিয়া থেকে স্বাস্থ্য দফতরকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন নির্দেশে কিছুটা হলেও স্বস্তিতে চিকিৎসক মহল।

আরও পড়ুন: অটো খুঁজবেন চিকিৎসকরা! স্বাস্থ্য বিভাগের বার্তায় তুমুল বিতর্ক

বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিএম‌ওএইচ (৩) সুব্রত রায়চৌধুরী জানান, ২৪ ঘন্টার মধ্যে অটোর ব্যবস্থা করতে হবে। সেই অটোয় থাকবে কর মুকুব সংক্রান্ত ঘোষণার প্রচার পত্র, পেনড্রাইভ ও অ্যাসেসমেন্ট বিভাগের একজন কর্মী। মেম্বার অ্যাডমিনিস্ট্রেটরের (হেলথ) নির্দেশে এই বার্তা দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে তা প্রকাশ্যে আসতেই ডাক্তারদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পুর চিকিৎসকরা বলেন, অ্যাসেসমেন্ট বিভাগের কাজ কেন চিকিৎসকদের করতে হবে। জনস্বাস্থ্য পরিষেবা ছাড়া আর কী কী কাজ ডাক্তারদের দিয়ে করানো হবে! সে প্রশ্নও তুলতে শুরু করেন পুর চিকিৎসকদের একাংশ।

আরও পড়ুন: উপ নির্বাচন কমিশনার ফিরতেই মুখ্যসচিবকে চিঠি কমিশনের!