কোভিডকালে ত্রিস্তরীয় নিরাপত্তায় চলবে গণনা! এজেন্টদের নেগেটিভ রিপোর্ট ‘মাস্ট’

Assembly Elections Result 2021: রবিবার ২ মে, রাজ্যের ২৯২টি বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণের দিন।

কোভিডকালে ত্রিস্তরীয় নিরাপত্তায় চলবে গণনা! এজেন্টদের নেগেটিভ রিপোর্ট 'মাস্ট'
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Apr 30, 2021 | 6:03 PM

কলকাতা: ভোট গণনায় (Assembly Elections Result 2021) কোভিড বিধির কড়াকড়ি। পাল্টে যাচ্ছে গণনাকেন্দ্রের চেনা ছবি। ভোট গণনা নিয়ে বিশেষ সতর্ক নির্বাচন কমিশন। কোভিড বিধি মেনে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। বাড়ানো হয়েছে ঘরের সংখ্যা। একটি ঘরে কম সংখ্যক টেবিল রাখতেই এই সিদ্ধান্ত। গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।

রবিবার ২ মে, রাজ্যের ২৯২টি (দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বাদ) বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণের দিন। প্রতিবারই এই গণনা নিয়ে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উন্মাদনা থাকে তুঙ্গে। তবে এবার আর সে ছবি দেখা যাবে না। যে হারে করোনা বাড়ছে, তাতে কোনওভাবেই জমায়েত করতে দেওয়া যাবে না।

এবার গণনা ঘরের সংখ্যা বাড়ানো হয়েছে। কোভিড প্রোটোকল মেনে এক একটি ঘরে ১৪-১৫টি টেবিলের বদলে থাকবে ৭টি টেবিল। এখানেও শর্ত রেখেছে কমিশন। যদি ঘরের দৈর্ঘ্য বড় হয়, তবেই বেশি টেবিল সেখানে বসানো হবে।

পোস্টাল ব্যালট গণনায় প্রতি টেবিলে রাজনৈতিক দলের একজন প্রতিনিধি থাকবেন। একই সঙ্গে পোস্টাল ব্যালট ও ইভিএম গণনা হবে। সব এজেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলকভাবে নেগেটিভ হতে হবে। শংসাপত্র হাতে নিয়ে ঢুকতে হবে কেন্দ্রে। এখানেও রয়েছে শিথিলতা। যদি কারও করোনা ভ্যাকসিনের দু’টি ডোজ়ই নেওয়া থাকে, তা হলে তিনিও বসতে পারবেন গণনাকেন্দ্রে।

ত্রিস্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় থাকবে গণনাকেন্দ্র জুড়ে। গণনাকেন্দ্রের পরিধির ১০০ মিটারের মধ্যে কোনও গাড়ি ঢুকতে দেওয়া হবে না। এখানে থাকবে রাজ্য পুলিশ ও একজন বিচারক। দ্বিতীয় স্তরে প্রবেশ গেটে রাজ্যের সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। গণনা ঘরের বাইরে তৃতীয় স্তর। এখানে থাকবে কেন্দ্রীয় বাহিনী। গণনাকেন্দ্রে পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট থাকবে।