Durga Puja: দ্বিতীয়াতেই পুজোর মুডে শহর কলকাতা, রাত গভীর হতেই পাল্লা দিয়ে বাড়ছে ভিড়

Pandal Hopping: আজ অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করে গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে লেবুতলা পার্কের পুজো মণ্ডপ। শুধু লেবুতলা পার্কই নয়, কাশীবোস সেন-সহ উত্তর কলকাতার সব বড় পুজো মণ্ডপগুলিতেই একই ছবি।

Durga Puja: দ্বিতীয়াতেই পুজোর মুডে শহর কলকাতা, রাত গভীর হতেই পাল্লা দিয়ে বাড়ছে ভিড়
সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 12:01 AM

কলকাতা: মহালয়ার সন্ধে থেকেই ভিড় জমতে শুরু করেছিল শহরের পুজো (Durga Puja) মণ্ডপগুলিতে। রবিবার সেই ভিড় আরও বেড়েছিল। দ্বিতীয়াতেও (Dwitiya Night) সন্ধে থেকেই মানুষের ঢল নেমেছে কলকাতার রাস্তায়। মণ্ডপগুলির বাইরে গিজগিজ করছে ভিড়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভিড়ও। ষষ্ঠী-সপ্তমীর জন্য আর অপেক্ষা নয়, এখন থেকেই একেবারে পুজোর মুডে শহর কলকাতা (Kolkata Durga Puja)। মণ্ডপে মণ্ডপে থিক থিক করছে দর্শনার্থীদের ভিড়। রাত বাড়লেও ঠাকুর দেখায় উৎসাহ, উদ্দীপনায় এতটুকুও ছেদ পড়েনি। প্যান্ডেল হপিং-এ (Pandal Hopping) দ্বিতীয়ার সন্ধে থেকেই কার্যত জনজোয়ার শহরের পুজো মণ্ডপগুলিতে।

Lebutala

সন্তোষ মিত্র স্কোয়ারের ভিতরে দর্শনার্থীদের ভিড়

আজ অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করে গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে লেবুতলা পার্কের পুজো মণ্ডপ। শুধু লেবুতলা পার্কই নয়, কাশীবোস সেন-সহ উত্তর কলকাতার সব বড় পুজো মণ্ডপগুলিতেই একই ছবি। এখন থেকেই যদি এই ভিড় হয়, তাহলে পুজোর বাকি দিনগুলিতে কীভাবে কী চিত্র হবে, তা সহজেই অনুমেয়।

Sreebhumi

মধ্যরাতেও উৎসাহের খামতি নেই দর্শনার্থীদের মধ্যে, শ্রীভূমিতে উপচে পড়ছে দর্শনার্থীদের ঢল

কাশীবোস লেনের থিম প্রচুর দর্শনার্থীদের ভিড় টানছে। নারী নির্যাতন বিরোধী এক থিম তুলে ধরা হয়েছে এখানে। আর সেই মণ্ডপসজ্জা দেখতে উপচে পড়ছে মানুষের ঢল। দর্শনার্থীরা বলছেন, পরবর্তী দিনগুলিতে আরও বেশি ভিড় নামতে পারে। তাই তাঁরা আগেভাগে প্যান্ডেল হপিং-এ নেমে পড়েছেন।

Pandal Hopping

রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়ও

ভিড় টানছে সন্তোষ মিত্র স্কোয়ারের রামমন্দিরও। যেমন মণ্ডপসজ্জা, তেমনই আলোর রোশনাই। ভিড় ঢেলে মণ্ডপের সামনে আসতেই সুন্দরভাবে সাজানো মণ্ডপ ক্যামেরাবন্দি করার চেষ্টায় দর্শনার্থীরা।

এদিকে ভিড় নিয়ন্ত্রণ করতে কিছুক্ষণের জন্য আলোর খেলা বন্ধ রাখা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। শ্রীভূমির ডিজ়নিল্যান্ড দেখতে মহালয়ার থেকেই ভিড় জমছে। আলোর খেলা আবার শুরু হয়ে গেলে, শ্রীভূমিতে আরও দর্শনার্থীর ভিড় উপচে পড়বে বলে আশায় পুজোর উদ্যোক্তারা।