Recruitment News: বেতন মাসে ১ লক্ষ টাকার বেশি, এই চাকরিতে কীভাবে আবেদন করবেন
Recruitment News: এই চাকরিতে বেতন হবে ৪০ হাজার থেকে ১ লক্ষ ১৪০ হাজার পর্যন্ত। থাকবে সিপিএফ, গ্র্যাচুইটি, সোশ্যাল স্কিম, মেডিক্যাল বিমার সুবিধা। সিটিসি অর্থাৎ বছরে মোট ১৩ লক্ষ টাকা।
নয়া দিল্লি: নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। মোট ৪৯৬টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে। ১ নভেম্বর থেকে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। আবেদন করার শেষ দিন ৩০ নভেম্বর। aai.aero- এই ওয়েবসাইটে গিয়ে আবোদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
লিখিত পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষার পর বেছে নেওয়া হবে প্রার্থীদের। অনলাইনেই করা যাবে আবেদন। ১০০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না।
জেনারেল প্রার্থীদের জন্য শূন্যপদ- ১৯৯টি, EWS (আর্থিকভাবে পিছিয়ে পড়া) শ্রেনির জন্য ৪৯টি, ওবিসি-দের জন্য ১৪০টি, এসসি-র জন্য ৭৫টি, এসটি-র জন্য ৩৩টি শূন্যপদ বরাদ্দ থাকছে।
পদার্থবিদ্যা বা অঙ্কে স্নাতক ডিগ্রি থাকা জরুরি। এছাড়া ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে। যে কোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও যোগ্য হিসেবে গণ্য হবেন প্রার্থীরা।
আবেদনকারীদের বয়স হতে হবে ন্যুনতম ২৭ বছর।
এই চাকরিতে বেতন হবে ৪০ হাজার থেকে ১ লক্ষ ১৪০ হাজার পর্যন্ত। থাকবে সিপিএফ, গ্র্যাচুইটি, সোশ্যাল স্কিম, মেডিক্যাল বিমার সুবিধা। সিটিসি অর্থাৎ বছরে মোট ১৩ লক্ষ টাকা।
কীভাবে আবেদন করবেন:
aai.aero- এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে ক্লিক করতে হবে। ওটিপি দেওয়ার পর পুরো আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদন মূল্য দিতে হবে অনলাইনেই। ফি দেওয়ার পর প্রিন্ট আউট বের করে নিতে হবে।