Jyotipriya Mallick: বালুর হিসাবরক্ষকে ফের সিজিওতে তলব ইডির, রেকর্ড বয়ান

Jyotipriya Mallick: বালুর মেয়ে, স্ত্রী এবং প্রাক্তন আপ্ত সহায়কের আর্থিক লেনদেন থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে বেশ কিছু নথি চেয়েও পাঠানো হয়েছিল তাঁর কাছে। তিনি সেই সমস্ত নথিপত্র ইডির কাছে জমা দিয়েছেন বলেও জানতে পারা যাচ্ছে।

Jyotipriya Mallick: বালুর হিসাবরক্ষকে ফের সিজিওতে তলব ইডির, রেকর্ড বয়ান
জ্যোতিপ্রিয় মল্লিকImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 4:55 PM

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় কারাবন্দি রয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন ফের তাঁর হিসাবরক্ষক জয়শঙ্কর গুপ্তাকে তলব করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সূত্রের খবর, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। এর আগেও দু’বার সিজিওতে এসেছিলেন তিনি। এই নিয়ে তৃতীয়বারের মতো এলেন ইডি দপ্তরে। এর আগেও জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে ইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন তিনি। এদিন ফের আরও কিছু নতুন বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয় বলে খবর। 

সূত্রের খবর, বালুর মেয়ে, স্ত্রী এবং প্রাক্তন আপ্ত সহায়কের বিভিন্ন সংস্থার হিসাব রাখার দায়িত্ব ছিল জয়শঙ্করের উপর। ওই কোম্পানিগুলি সংক্রান্ত তথ্য জানতে তাঁকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিন ফের করা হয় নতুন বেশ কিছু প্রশ্ন। বয়ান রেকর্ডও হয়েছে বলে ইডি সূত্রে খবর। 

বালুর মেয়ে, স্ত্রী এবং প্রাক্তন আপ্ত সহায়কের আর্থিক লেনদেন থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে বেশ কিছু নথি চেয়েও পাঠানো হয়েছিল তাঁর কাছে। তিনি সেই সমস্ত নথিপত্র ইডির কাছে জমা দিয়েছেন বলেও জানতে পারা যাচ্ছে। একইসঙ্গে তাঁর স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ পর্ব চলার পর তিনি বেরিয়ে যান সিজিও থেকে। তবে তাঁর কাছ থেকে মেলা তথ্যে বালু নতুন করে বিপাকে পড়তেন পারেন কিনা এখন তা নিয়েই চলছে চাপানউতোর। এখন দেখার মামলার পরবর্তী শুনানিতে কী তথ্য আদালতের কাছে পেশ করেন ইডির আইনজীবী।