Leaps and Bounds: ED-র বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, ফের তলব লিপস অ্যান্ড বাউন্ডসের চন্দনকে

Leaps and Bounds: গত মাসেই লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে রাতভর তল্লাশি চালায় ইডি। উদ্ধার করা হয় বেশ কিছু নথি। এরপরই তলব করা হয়েছিল চন্দনকে।

Leaps and Bounds: ED-র বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, ফের তলব লিপস অ্যান্ড বাউন্ডসের চন্দনকে
লিপস অ্যান্ড বাউন্ডস Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 5:17 PM

কলকাতা: লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অফিসে তল্লাশি হওয়ার পর থেকে নতুন মোড় নিয়েছে নিয়োগ দুর্নীতি মামলা। ওই তল্লাশির সূত্র ধরে নতুন মামলাও হয়েছে হাইকোর্টে। তবে ওই সংস্থার ভূমিকা নিয়ে খোঁজ খবর করতে তৎপর কেন্দ্রীয় সংস্থা ইডি। ফের একবার তলব করা হল সংস্থার অন্যতম কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়কে। এর আগে দু’দিন মিলিয়ে মোট ১৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ওই কর্মীকে। এবার ফের তাঁকে মুখোমুখি হতে হবে আধিকারিকদের প্রশ্নের। আগামী শুক্রবার তাঁকে ইডি দফতরে যেতে বলা হয়েছে।

গত মাসেই লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে রাতভর তল্লাশি চালায় ইডি। উদ্ধার করা হয় বেশ কিছু নথি। এরপরই তলব করা হয়েছিল চন্দনকে। তাঁর সামনে সে সব নথি রেখে একের পর এক প্রশ্ন করা হয়। প্রথম দিন প্রায় ১০ ঘণ্টা ও পরের দিন ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

এই চন্দন বন্দ্যোপাধ্যায়ই আবার ইডি-র বিরুদ্ধে অভিযোগ তুলে লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, এমন ১৬টি ফাইল ইডি আধিকারিকরা ডাউনলোড করছেন, যার সঙ্গে সংস্থার কোনও যোগ নেই। তাঁর অভিযোগের প্রেক্ষিতে ইডি-র তরফে একটি চিঠিও দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে ওই ইডি আধিকারিক তাঁর সন্তানের কলেজে ভর্তির জন্য অর্থাৎ ব্যক্তিগত কাজে ওই ফাইলগুলি ডাউনলোড করেছিলেন। এই নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংস্থা সম্পর্কে আরও তথ্য জানতে সেই চন্দন বন্দ্য়োপাধ্যায়কেই ফের তলব করা হয়েছে।