ED Directorate Meeting: সন্দেশখালি, বনগাঁকাণ্ডের পর সিজিও কমপ্লেক্সে জরুরি বৈঠকে ED ডিরেক্টর
ED Directorate Meeting: ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কর্তা। উল্লেখ্য, তদন্ত গিয়ে আক্রান্ত হওয়ার পাশাপাশি, এক তদন্তকারীর ল্যাপটপ উধাও হয়ে যাওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে
কলকাতা: সন্দেশখালি, বনগাঁ কাণ্ডের পরে শহরে ইডি-র ডিরেক্টর রাহুল নবীন। সোমবার মাঝরাতে শহরে এসেছেন ইডি-র ডিরেক্টর। কাজে যোগ দেওয়ার পরে প্রথম কলকাতায়। সূত্রের খবর, আজ দফায় দফায় ইডি-র অফিসারদের সঙ্গে বৈঠক ডিরেক্টরের।
KEY HIGHLIGHTED
- সন্দেশখালি, বনগাঁর হামলা নিয়ে ডিরেক্টরকে রিপোর্ট পেশ করবেন ইডি-র কলকাতার আধিকারিকরা।
- CRPF, CISF কর্তাদের সঙ্গেও নিরাপত্তা নিয়ে বৈঠক রয়েছে রাহুল নবীনের।
- ইডি-র সব মামলার স্ট্যাটাস নিয়ে আলোচনা করবেন ডিরেক্টর।
- সূত্রের খবর, তদন্তের রূপরেখা তৈরি করে দেবেন ডিরেক্টর রাহুল নবীন।
- হামলায় জখম অফিসারদের হাসপাতালে দেখতে যাওয়ার কর্মসূচি রাহুলের।
- শেষ পাওয়া খবর অনুযায়ী, ইডি ডিরেক্টর এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন।
- ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কর্তা। উল্লেখ্য, তদন্ত গিয়ে আক্রান্ত হওয়ার পাশাপাশি, এক তদন্তকারীর ল্যাপটপ উধাও হয়ে যাওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
- ঘটনার সময়ে হামলাকারীদের হাতে অস্ত্র ছিল কিনা, সিআরপিএফ জওয়ানরা কোথায় মোতায়েন ছিলেন, সে সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
- আইজি সিআরপিএফ ওয়েস্টবেঙ্গল সেক্টর ঢুকলেন ইডি দফতরে।
- রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিকে শর্মা (বীরেন্দ্র কুমার শর্মা), আইজিপি (ওয়েস্ট বেঙ্গল সেক্টর)