Weather Update: শিয়রে সংক্রান্তি, তবু শীত নেই! উল্টে নতুন ‘ভিলেন’ কাবু করছে বাংলাকে

Weather: কলকাতার কথা বাদ দিয়ে পশ্চিমাঞ্চলের জেলাগুলির কথা বললে সেখানেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি। অথচ পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলার ঠান্ডায় পথে বেরোনো দুষ্কর হয়। আগামী ৩-৪ দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। সামান্য নামতে পারে পারদ।

Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 10:21 AM

কলকাতা: এ বছর বোধহয় আর জাঁকিয়ে ঠান্ডা পড়ল না! শীত-গরমের লুকোচুরি চলছেই। সকালের দিকে কুয়াশা, বেলা বাড়লেই রোদের তাপে অস্বস্তি। বিকালের পর আবারও কিছুটা পারা পতন। সবমিলিয়ে পৌষ সংক্রান্তির দোরগোড়ায় দাঁড়িয়েও হাড় কাঁপানো ঠান্ডার দেখা নেই। আজ মঙ্গলবারও কলকাতায় হালকা শীতের আমেজেই কাটবে। বরং টানা রাস্তায় থাকলে শীতপোশাকও বোঝা মনে হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা বেশি।

কলকাতার কথা বাদ দিয়ে পশ্চিমাঞ্চলের জেলাগুলির কথা বললে সেখানেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি। অথচ পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলার ঠান্ডায় পথে বেরোনো দুষ্কর হয়। আগামী ৩-৪ দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। সামান্য নামতে পারে পারদ। কলকাতার তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির ঘরেই থাকবে। জেলার তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে।

তবে এবার চিন্তা বাড়াচ্ছে কুয়াশা। বিশেষ করে আলু চাষিদের জন্য খুবই চিন্তার। দিনের পর দিন ঘন কুয়াশা ও শীত কমে যাওয়ায় আলু গাছে পোকার আক্রমণ বাড়ছে। ঘন কুয়াশায় আলু গাছে ক্ষতি হচ্ছে। এর আগে অকাল বৃষ্টিতে আলু বীজের ক্ষতি হয়েছিল। তবে ধারদেনা করে আবারও চাষ করেছেন কৃষকরা। কিন্তু এমন কুয়াশা যদি থাকে, তা চিন্তার।

উত্তরবঙ্গেও বেড়েছে কুয়াশার দাপট। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। কুয়াশায় ভিজেছে রাস্তা। মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে। নেমেছে তাপমাত্রাও। ১২ ডিগ্রির ঘর পার করেছে। ডুয়ার্সেও সেই ছবি। ১০ ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা। বেলা বাড়ছে, বাড়ছে কুয়াশার দাপট। সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না।

উত্তর পশ্চিম ভারতে আজ থেকেই নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে শুরু করবে। তার জেরে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। মধ্য প্রদেশ, রাজস্থানে হতে পারে শিলাবৃষ্টি।  পশ্চিমী ঝঞ্ঝা মানেই পূবালি বাতাসের আনাগোনাও বাড়বে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে কুয়াশা বাড়ছে।