ED: নতুন করে ED স্ক্যানারে রাজ্যের ১০ টি পুরসভা, এখানেও ‘বালু’র খেলের আঁচ
ED: এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে কামারহাটি, তারপর বর্ধমান, নিউ বারাকপুর, বারাকপুর, পানিহাটি। তদন্তকারীরা মূলত দেখেছেন, এই পৌরসভায় যেখানে ৫০ জনকে নিয়োগ করা কথা, তার থেকে অনেক বেশি বেনিয়মে নিয়োগ হয়েছে
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ১০ পুরসভা আতস কাচের তলায়। এই ১০টি পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশি অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠছে। পানিহাটি, বর্ধমান, দক্ষিণ দমদম, দমদম, নিউ বারাকপুর, কামারহাটি, মধ্যমগ্রাম, হালিশহর, কৃষ্ণনগর। কলকাতা-সহ রাজ্যে ১২৯টি পুুরসভা রয়েছে। তার মধ্যে সাতটি পৌরনিগম, ১২২ পুরসভা। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রথমে কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে ৬০-৭০টি পুরসভাকে তালিকাভুক্ত করা হয়। সেখানে ধরে ধরে আধিকারিক, চেয়ারম্যান, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ডেকে পাঠানো হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক পর্যায়ের তদন্ত সম্পূর্ণ করা হয়। তারপরই ইডি-র হাতে তথ্য আসে রাজ্যের মোট ১০টি পৌরসভায় সব থেকে বেনিয়ম হয়েছে।
এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে কামারহাটি, তারপর বর্ধমান, নিউ বারাকপুর, বারাকপুর, পানিহাটি। তদন্তকারীরা মূলত দেখেছেন, এই পৌরসভায় যেখানে ৫০ জনকে নিয়োগ করা কথা, তার থেকে অনেক বেশি বেনিয়মে নিয়োগ হয়েছে। ১০টি পুরসভা এরকম হাজার থেকে দেড় হাজার কর্মীর খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। যাঁরা আদতে প্রভাবশালীদের ধরে কিংবা প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন।
পৌরনিগম দফতরের কাছে এই দশটি পৌরসভা সংক্রান্ত বিভিন্ন তথ্য আবারও চেয়ে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। ইডি তদন্তকারীরাই বলছেন, যে কটি পুরসভার নাম পাওয়া যাচ্ছে, তা বেশিরভাগই উত্তর ২৪ পরগনার। এবং এই পুরসভাগুলিতে জ্যোতিপ্রিয় মল্লিকের ভালো প্রভাব ছিল। কারণ পুরসভায় কী হচ্ছে, তা শাসকদলের জেলা সভাপতির অবগত থাকবে না, তেমনটা নয়। স্থানীয় সূত্রেও তেমনটাই জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত পুরসভায় নিয়োগ ও রেশন দুর্নীতিকে পৃথকভাবেই তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।