Sahajahan Sheikh: তৃণমূল নেতা শাহজাহানকে খুঁজে বের করতে লুকআউট নোটিস জারি ইডির
ED: এবার 'বেপাত্তা' তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি। সব বিমানবন্দর কর্তৃপক্ষ ও সীমান্ত রক্ষী বাহিনীকেও ইতিমধ্যেই বার্তা পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি এলাকায় বিএসএফ-এর জওয়ানদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।
![Sahajahan Sheikh: তৃণমূল নেতা শাহজাহানকে খুঁজে বের করতে লুকআউট নোটিস জারি ইডির Sahajahan Sheikh: তৃণমূল নেতা শাহজাহানকে খুঁজে বের করতে লুকআউট নোটিস জারি ইডির](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/Large-Image-Sahajahan-Sheikh.jpg?w=1280)
কলকাতা: শুক্রবার ইডির উপর হামলার ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের। প্রায় দেড় দিন অতিক্রান্ত। এখনও কোনও পাত্তা পাওয়া যাচ্ছে না শাহজাহানের। এবার ‘বেপাত্তা’ তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি। সব বিমানবন্দর কর্তৃপক্ষ ও সীমান্ত রক্ষী বাহিনীকেও ইতিমধ্যেই বার্তা পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি এলাকায় বিএসএফ-এর জওয়ানদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। গতকালের ঘটনার পর থেকে প্রায় দেড় দিন অতিক্রান্ত। কিন্তু যাঁকে ঘিরে এত বিতর্ক, যাঁকে ঘিরে এই যাবতীয় ঘটনা, সেই শেখ শাহজাহানের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় এবার শেখ শাহজাহানের সন্ধান পেতে লুক আউট নোটিস জারি করল ইডি।
যে সন্দেশখালিতে তাঁকে নাকি এলাকার লোকজন দেবতার মতো পুজো করেন, সেই শেখ শাহজাহান নিজের সাম্রাজ্য ছেড়ে গেলেন কোথায়? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এদিকে শেখ শাহজাহানকে যাঁরা দেবতাতুল্য মানেন, সেই অনুগামীরাও মুখ খুলতে চাইছেন না কেউ। তাঁদের বক্তব্য, শেখ শাহজাহান ভীষণ ব্যস্ত মানুষ। সঠিক সময়েই নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরবেন শেখ শাহজাহান।
উল্লেখ্য, সন্দেশখালি-হিঙ্গলগঞ্জ এলাকা বাংলাদেশ সীমান্তের একেবারে কাছাকাছি। সেক্ষেত্রে তিনি বাংলাদেশে চলে গিয়েছেন কি না, সেই প্রশ্নও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি অপর একটি সূত্র মারফত জানা যাচ্ছে, সন্দেশখালি এলাকায় একাধিক আস্তানা রয়েছে এই তৃণমূল নেতার। সেই গোপন আস্তানাতেও থাকার সম্ভাবনা একেবারে অমূলক নয় বলেই মনে করছে ওই সূত্র।
![পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে... পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-happens-if-people-eat-Onion-and-Garlic-know-from-expert.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Here-are-5-smoothie-detox-to-ease-period-cramps-naturally.jpg?w=670&ar=16:9)
![রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়? রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-does-mean-of-covering-the-tulsi-plant-at-night.jpg?w=670&ar=16:9)
![স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের? স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/According-to-Chanakya-Niti-know-the-ideal-age-gap-between-husband-and-wife-to-achieve-happy-married-life.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন... পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premanand-Maharaj-says-when-women-not-to-enter-at-kitchen.jpg?w=670&ar=16:9)
![বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি? বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Beef.jpg?w=670&ar=16:9)