ED Probe in Municipal Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বড় মোড়, চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

ED Probe: ইডি সূত্রে দাবি করা হচ্ছে, নিতাই দত্তের সঙ্গে পুর নিয়োগ মামলার একাধিক যোগসূত্র পাওয়া গিয়েছে। ইডির তদন্তকারী অফিসাররা তাঁর বাড়িতেও হানা দিয়েছিলেন। সেই তল্লাশি অভিযানের সময় তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর মোবাইল ফোনও।

ED Probe in Municipal Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বড় মোড়, চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2023 | 6:30 PM

কলকাতা: রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগে তদন্ত আসরে নেমেছে ইডি, সিবিআই। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুর নিয়োগ, একাধিক ক্ষেত্রে দুর্নীতির গুরুতর অভিযোগের তদন্ত চলছে। এসবের মধ্যেই এবার পুর নিয়োগের তদন্তে ইডির স্ক্যানারে দক্ষিণ দমদম পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। ইডি সূত্রে দাবি করা হচ্ছে, নিতাই দত্তের সঙ্গে পুর নিয়োগ মামলার একাধিক যোগসূত্র পাওয়া গিয়েছে। ইডির তদন্তকারী অফিসাররা তাঁর বাড়িতেও হানা দিয়েছিলেন। সেই তল্লাশি অভিযানের সময় তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর মোবাইল ফোনও।

সেই মোবাইল থেকেই চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে ইডি সূত্রে। নিতাইবাবুর নিকট আত্মীয় থেকে শুরু করে একাধিক ব্যক্তির চাকরি কীভাবে হয়েছে, সেই বিষয়টিও ইডির স্ক্যানারে রয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর কীসের ভিত্তিতে ওই নিয়োগ হয়েছিল, সেখানে কোনও গরমিল ছিল কি না, সেই বিষয়গুলিও ইডির আতসকাঁচের তলায় রয়েছে। সেই মতো নথি ঘেঁটে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছেন ইডির তদন্তকারী অফিসাররা।

প্রসঙ্গত, ডিসেম্বর মাসের শুরুর দিকেই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল। এর আগে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে জিজ্ঞাসাবাদ করে নিতাই দত্তের বিরুদ্ধে বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছিল। সেই সূত্র ধরেই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথির বিষয় জিজ্ঞাসাবাদ করার জন্যই নিতাইবাবুকে ডাকা হয়েছিল বলে ইডি সূত্রের খবর। উল্লেখ্য, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কেও ইতিমধ্যে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ সেরে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।