ED Search in Kolkata: নাকতলায় পার্থর বাড়ির কাছেই হাজির ED, শিক্ষা দুর্নীতির শিকড় খুঁজতে ফের ‘অ্যাকশন’
ED Search in Kolkata: সূত্রের খবর, অভিযুক্তদের থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তার ওপর ভিত্তি করেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শুক্রবার সকাল থেকে নাকতলার মোট তিনটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া বাঁশদ্রোনি, বালিগঞ্জ মিলিয়ে মোট ৬ জায়গায় চলছে তল্লাশি।
কলকাতা: ফের নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শুক্রবার ভোরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ইডি অফিসারদের গাড়ি। মোট ৬ জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তার মধ্যে রয়েছে নাকতলার এক প্রোমোটারের বাড়ি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রাজীব দে নামে ওই ব্যক্তির বাড়ি ও অফিস রয়েছে। সেখানেই তল্লাশি চালানো হচ্ছে সকাল থেকে। নাকতলার মোট তিনটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। বাঁশদ্রোনি, বালিগঞ্জ মিলিয়ে মোট ৬ জায়গায় চলছে তল্লাশি।
রাজীব দে নামে ওই ব্যক্তির অফিস হল নাকতলার শ্রীরাম কনস্ট্রাকশন। সেখানেই গিয়েছেন ইডি অফিসাররা। তিনি বরাবরই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা যায়। প্রোমোটিং-এর মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে কি না, সেটা খুঁজে বের করতেই এই তল্লাশি বলে সূত্রের খবর।
গত সপ্তাহেই পার্থ ঘনিষ্ঠ কাউন্সিল বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, বাপ্পাদিত্যর কাছে কয়েকজন প্রোমোটারের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ৫ প্রোমোটারের সঙ্গে পার্থর যোগ ছিল বলে সন্দেহ রয়েছে ইডি আধিকারিকদের। সেই সূত্রেই রাজীব দে-র নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। এদিন রাজীব দে-র অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু নথি উদ্ধারের চেষ্টা করছে ইডি।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাজীব দে দীর্ঘদিন ধরেই প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। প্রায় ১০-১২ বছর ধরে ওই কাজ করতেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যে রাজীবের চেনাশোনা ছিল, সে কথাও এলাকার মানুষজনের জানা। তবে দুর্নীতির সঙ্গে রাজীবের কী যোগ থাকতে পারে, তা এখনও স্পষ্ট নয়।